পাকিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে পূর্ণাঙ্গ সিরিজ খেলছে শ্রীলঙ্কা। সেখান থেকেই সরাসরি ঢাকায় আসার কথা অ্যাঞ্জেলি ম্যাথিউসের নেতৃত্বে দ্বীপরাষ্ট্রের। বাংলাদেশ সফরে দুই টেস্ট, দুই টি-২০ ও তিন ওয়ানডে খেলবে লঙ্কানরা। টাইগারদের বিপক্ষে খেলার আগে ম্যাথিউস, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনরা নিজেদের ঝালাই করে নিচ্ছেন পাকিস্তানের বিপক্ষে। অন্যদিকে দ্বীপরাষ্ট্রের বিপক্ষে খেলার আগে মুশফিকুর রহিমরাও নিজেদের প্রস্তুত করে নিচ্ছেন বিসিএল খেলে। মুশফিকরা যখন ক্রিকেট খেলছিলেন বিকেএসপিতে, তখন ফারুক আহমেদের নেতৃত্বে নির্বাচক প্যানেল শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে। যাতে নতুন মুখ হিসেবে সুযোগ পেয়েছেন শামসুর রহমান শুভ। তিন সিরিজ পর আবারও দলে ফিরেছেন ইমরুল কায়েশ। সর্বশেষ নিউজিল্যান্ড সিরিজ থেকে বাদ পড়েছেন এনামুল হক বিজয় ও নাঈম ইসলাম। শ্রীলঙ্কার বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথমটি মাঠে গড়াবে ২৭ ফেব্রুয়ারি।
নিউজিল্যান্ড সিরিজে তামিম ইকবালের সঙ্গে উদ্বোধনী জুটিতে তাল মেলাতে পারেননি এনামুল বিজয়। এছাড়া ঘরোয়া ক্রিকেটেও পারফরম্যান্স করতে পারছিলেন না। বিজয়ের ব্যাটে রান কথা বলছিল না বলেই নির্বাচক প্যানেল তামিমের জুটি খুঁজছিলেন। বিসিএলের প্রথম রাউন্ডে ওয়ালটন মধ্যাঞ্চলের পক্ষে ২৬৭ রানের ইনিংস খেলে নজর কাড়েন শামসুর রহমান শুভ। পরের ম্যাচেও করেন ৬৫ রান। তার এই পারফরম্যান্সই জাতীয় দলের রাস্তা উন্মুক্ত করে দেয় শুভকে এবং কাজটা সহজ করে দেয় নির্বাচকদের। শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৪ সদস্যের স্কোয়াডে শুভকে নিয়েছেন নির্বাচকরা। শুভকে নেওয়ার ব্যাখ্যায় প্রধান নির্বাচক ফারুক বলেন, 'শামসুর অভিজ্ঞ ক্রিকেটার। তামিম ইকবাল একজন বাঁ হাতি ব্যাটসম্যান। শামসুর ডান হাতি ব্যাটসম্যান। অবশ্য ইমরুলও একজন বাঁ হাতি ব্যাটসম্যান। টিম মেনেজম্যান্ট এদের মধ্যে থেকেই নির্বাচন করবে। আর শামসুর ভালো খেলছেন। তাই তিনি চলে এসেছেন দলে।' ইমরুল ফিরেছেন তবে শ্রীলঙ্কা, জিম্বাবুয়ে ও নিউজিল্যান্ড সিরিজ খেলেননি। সবশেষ খেলেছিলেন ২০১১ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এবার ঘরোয়া লিগে এবং বিসিএলে ধারাবাহিক পারফরম্যান্স করে দলে ফিরেছেন। তার ফিরে আসায় টিম মেনেজম্যান্টকে অবশ্য মৃদু সমস্যায় পড়তে হচ্ছে উদ্বোধনী জুটি নিয়ে। তারপরও ইমরুলকে দলভুক্ত করা হয়েছে মূলত চলমান পারফরম্যান্সের ধারাবাহিকতার জন্য জানান প্রধান নির্বাচক, 'ইমরুল পারফরম্যান্স করেই দলে ফিরেছেন।'
চলমান বিসিএলে সেঞ্চুরি করেছেন নাঈম। তারপরও মাহমুদুল্লাহ রিয়াদের সঙ্গে অঘোষিত লড়াইয়ে পেরে উঠেননি। আসলে পেরে উঠেননি মাহমুদুল্লাহ'র অফ স্পিনের সঙ্গে। দ্বিতীয় রাউন্ডে প্রাইম ব্যাংক দক্ষিণাঞ্চলের বিপক্ষে ৯৪ রানে নেন ৭ উইকেট। এটাই মাহমুদুল্লাহকে এগিয়ে দিয়েছে নাঈম থেকে। মাহমুদুল্লাহকে দলভুক্ত করার ব্যাখ্যায় প্রধান নির্বাচক বলেন, 'লঙ্গার ভার্সান ক্রিকেটে মাহমুদুল্লাহ'র বোলিং সহায়ক বেশি। এছাড়া সে অভিজ্ঞ ক্রিকেটারও। তাই তাকে দলে রাখা হয়েছে।' ২০০৯ সালের জুলাইয়ে সর্বশেষ টেস্ট খেলেছিলেন মাশরাফি বিন মর্তুজা। এরপর জাতীয় দলের হয়ে ওয়ানডে ও টি-২০ খেললেও সুযোগ হয়নি দেশসেরা পেসারের। এবার সুযোগ সৃষ্টি হয়েছিল। কিন্তু বিসিএল খেলে নিজেকে প্রমাণ করতে পারেননি নড়াইল এঙ্প্রেস। তাকে না নেওয়ার বিষয়ে ফারুক বলেন, 'আমাদের মনে হয়েছে মাশরাফি এখনো লঙ্গার ভার্সান ক্রিকেট খেলার মতো পুরোপুরি ফিট নন। তবে সে আমাদের জানিয়েছে এখন ভালো বোধ করছেন। আমি মনে করি আগামী ৬ মাসের মধ্যে লঙ্গার ভার্সান ক্রিকেট খেলে, তাহলে সে ফিরতে পারেন। তাকে দলে প্রয়োজন। কেননা সে অনেক অভিজ্ঞ ক্রিকেটার।'
শ্রীলঙ্কার সর্বশেষ টেস্ট সিরিজ খেলেছে টাইগাররা তাদের মাটিতে। সেখানে একটি টেস্ট ড্র করেছিল টাইগাররা। মুশফিকুর রহিম বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে ডাবল সেঞ্চুরি করেছিলেন গলে। এবার ঘরের মাটিতে খেলবে টেস্ট সিরিজ। ঘরের মাটিতে হলেও শ্রীলঙ্কা সিরিজ কঠিন হবে জানান প্রধান নির্বাচক, 'টেস্টে আমরা মাত্র ভালো খেলতে শুরু করেছি। এখনো আমরা এমন দল হইনি যে কাউকে হারিয়ে দিব। উপমহাদেশে শ্রীলঙ্কা খুবই শক্তিশালী দল। তাদের বিপক্ষে সিরিজে আমরা ভালো খেলতে চেষ্টা করব।'
প্রথম টেস্টে বাংলাদেশ
মুশফিকুর রহিম, তামিম ইকবাল, মার্শাল আইয়ুব, সাকিব আল হাসান, নাসির হোসেন, মুমিনুল হক সৌরভ, শামসুর রহমান শুভ, মাহমুদুল্লাহ রিয়াদ. ইমরুল কায়েশ, আব্দুর রাজ্জাক রাজ, সোহাগ গাজী, রবিউল ইসলাম শিবলু, রুবেল হোসেন ও আল-আমিন
শিরোনাম
- কলাপাড়ায় বাল্যবিবাহ বন্ধে শিক্ষার্থীদের র্যালি
- ‘যে কোনো সময় হামলা চালাবে ভারত, পাল্টা প্রতিঘাতে প্রস্তুত পাকিস্তান’
- পঞ্চগড়ে অধ্যক্ষ পদায়নের প্রতিবাদে কলেজ ছাত্রীদের বিক্ষোভ
- নেত্রকোনায় রবীন্দ্র-নজরুল জন্মজয়ন্তী উদযাপনে প্রস্তুতি সভা
- গ্রিন এন্ড ক্লিন নারায়ণগঞ্জ বাস্তবায়নে দিনব্যাপী কর্মশালা
- রাজশাহীর সাবেক দুই উপজেলা চেয়ারম্যানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- রাজধানীতে এক রাতে চার অস্বাভাবিক মৃত্যু
- বানারীপাড়ায় তিন ডাকাত গ্রেপ্তার
- ১১ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
- কাতার সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ খালেদা জিয়ার
- শামিকে প্রাণনাশের হুমকি, ১ কোটি রুপি দাবি
- সিন্ধু চুক্তি স্থগিতকে মানবতাবিরোধী অপরাধ বললেন বিলওয়াল ভুট্টো
- চাঁপাইনবাবগঞ্জে আম ব্যাবসায়ী-চাষী-উদ্যোক্তাদের নিয়ে সম্মেলন অনুষ্ঠিত
- রাজধানীর মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেফতার ২০
- সাবেক ডিবি প্রধান হারুনের ঘনিষ্ঠ জাহাঙ্গীরের দেশত্যাগে নিষেধাজ্ঞা
- উপাচার্যের অপসারণ দাবিতে ববির প্রশাসনিক ভবনে তালা
- রায়পুরায় আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ, নিহত ১
- সাতক্ষীরায় সাংবাদিককে কারাদণ্ড দেওয়া সেই ইউএনওকে বদলি
- বিমান বাহিনীর সাবেক প্রধানের জমিসহ ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
- সাবেক এমপি শম্ভুর স্ত্রীর ২ ফ্ল্যাট জব্দ, ব্যাংক হিসাব অবরুদ্ধ
টেস্টে ডাক পেলেন শামসুর-ইমরুল
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর