মহেন্দ্র সিং ধোনি এবারের এশিয়া কাপে নেই। বাংলাদেশে হতে যাওয়া এই টুর্নামেন্টে দলের নেতৃত্ব পেয়েছেন বিরাট কোহলি। তার নেতৃত্বে রোববার পৌনে দুইটায় ঢাকায় পা রেখেছে সাবেক চ্যাম্পিয়নরা।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হোটেল সোনারগাঁও পৌঁছান। সেখানেই দলের সার্বিক অবস্থা নিয়ে কথা বলবেন অধিনায়ক কোহলি।
২৬ ফেব্রুয়ারি স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হবে ভারত।
ধোনির পরিবর্তে এই দলে জায়গা পেয়েছেন দিনেশ কার্তিক।
দল: শিখর ধাওয়ান, রোহিত শর্মা, বিরাট কোহলি, চেতেশ্বর পূজারা, আম্বতি রাইড়ু, অজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ সামি, রবীচন্দ্রন অশ্বিন, ভুবেনেশ্বর কুমার, বরুন অরুন, স্টুয়ার্ট বিনি, অমিত মিশ্র, দিনেশ কার্তিক ও ঈশ্বর পান্ডে।