এশিয়া কাপ এবং শ্রীলঙ্কা এখন সমার্থক শব্দ। ১৯৮৪ সালে এশিয়া কাপের শুরু। এবার ১২ নম্বর আসর। গত আসর ছাড়া সবগুলোরই ফাইনাল খেলছে দ্বীপরাষ্ট্র। কাল সবার আগে আসরের ফাইনাল নিশ্চিত করার ম্যাচে আনকোরা আফগানিস্তানকে হারিয়েছে ১২৯ রানের বিশাল ব্যবধানে। অবশ্য এখনো দ্বীপরাষ্ট্রের বাকি রয়েছে বাংলাদেশ ম্যাচ। ৮ মার্চের ফাইনালে দ্বীপরাষ্ট্রের প্রতিপক্ষ হবে কোন দেশ, সেটা নির্ভর করছে আজকের বাংলাদেশ-পাকিস্তান ম্যাচের উপর। যদি পাকিস্তান জিতে যায়, তাহলে শ্রীলঙ্কার প্রতিপক্ষ হবে এশিয়া কাপের বর্তমান চ্যাম্পিয়নরা।
বাংলাদেশকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে কাল কুমারা সাঙ্গাকারাদের বিপক্ষে নেমেছিল মোহাম্মদ নবীর আফগানিস্তান। টস জিতে ব্যাট করতে নেমে সাঙ্গাকারার টানা হাফসেঞ্চুরিতে ৫০ ওভারে ৬ উইকেটে ২৫৩ রান করে শ্রীলঙ্কা। গত দেড়মাস ধরে বাংলাদেশে অবস্থান করে এখানকার কন্ডিশন এখন পুরোপুরি পরিচিত লঙ্কানদের কাছে। পরিচিত এই সুবিধাকে পুরোপুরি কাজে লাগাচ্ছেন সাঙ্গাকারাসহ অন্য লঙ্কানরা। পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে সাঙ্গাকারা খেলেছিলেন ৬৭ রানের ইনিংস। এরপর ভারতের বিপক্ষে প্রচণ্ড চাপের মুখেও হিমালয়সম দৃঢ়তায় করেন নান্দনিক ১০৩ রান। কাল খেললেন ১০২ বলে ৬ চার ও এক ছক্কায় ৭৬ রানের ইনিংস। অবশ্য শুরুতে কৌশল পেরেরার ৩৩ এবং শেষ দিকে অধিনায়ক অ্যাঞ্জেলি ম্যাথুসের অপরাজিত ৪৫ রানের ইনিংসে ভর করে দ্বীপরাষ্ট্রের স্কোরবোর্ডে জমা করে ৬ উইকেটে ২৫৩ রান। টার্গেট ২৫৪ রান। বাংলাদেশকে হারানোর ম্যাচে ২৫৪ রান করেছিল আফগানরা। তাই টপকে যাওয়ার সুক্ষ্ম একটি সম্ভাবনা ছিল! কিন্তু লঙ্কানদের নিয়ন্ত্রিত বোলিংয়ে মুখে অসহায় হয়ে পড়েন আফগান ব্যাটসম্যানরা। বিশেষ করে থিসারা পেরেরার মিডিয়াম পেস, অজন্থা মেন্ডিসের ঘূর্ণি রহস্য এবং চাতুরঙ্গ সিলভার বাঁ হাতে ঘূর্ণিতে ৩৮.৪ ওভারে ১২৪ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। আসরে এখন পর্যন্ত সর্বনিম্ন স্কোর এটা। পেরেরা ও মেন্ডিস উভয়েই নেন ৩টি করে উইকেট এবং সিলভা নেন ২ উইকেট। আফগানদের পক্ষে সর্বোচ্চ ৩৭ রান করেন অধিনায়ক মোহম্মদ নবী। ৪৩ বলের ইনিংসটিতে খেলেন ৩টি বাউন্ডারি। এছাড়া বাংলাদেশের বিপক্ষে ৯০ রানের অপরাজিত ইনিংস খেলা আজগর স্ট্যানিকজাই খেলেন দ্বিতীয় সর্বোচ্চ ২৭ রান। আফগানিস্তানের শেষ ম্যাচ আগামীকাল ভারতের বিপক্ষে। ভারতকে ফাইনালে খেলতে হলে ওই মাচে জিততেই হবে ভারতকে এবং অপেক্ষায় থাকতে হবে বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানের হারের। অবশ্য কালই নিশ্চিত হয়ে যাবে শ্রীলঙ্কার প্রতিপক্ষ।
শিরোনাম
- জার্মানিতে বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- ২৮ বছর পর হিমবাহের নিচে মিলল নিখোঁজ ব্যক্তির অক্ষত মরদেহ
- জনগণের ভোটে নির্বাচিত সরকার চায় বিএনপি: নজরুল ইসলাম খান
- যুক্তরাষ্ট্রে সামরিক ঘাঁটিতে বন্দুকধারীর হামলা, জারি হলো লকডাউন
- চট্টগ্রামে ডাম্প ট্রাকে লরির ধাক্কায় হেলপার নিহত
- রাউজানে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
- মাদারীপুরে পূর্ব শত্রুতার জেরে তিন ভাইকে কুপিয়ে জখম
- ঘানায় হেলিকপ্টার বিধ্বস্তে দুই মন্ত্রীসহ নিহত ৮
- ট্রাম্পের ‘৫০% শুল্ক আরোপের’ ঘোষণায় কড়া প্রতিক্রিয়া ভারতের
- ভারতের ওপর আরও ২৫% শুল্ক আরোপ করলেন ট্রাম্প, মোট ৫০ শতাংশ
- জাতীয় নির্বাচন আয়োজনে ইসিকে প্রধান উপদেষ্টার কার্যালয়ের চিঠি
- শেখ সেলিমের ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
- ‘হাসিনা ব্যক্তি হিসেবে কতটা অমানুষ হয়েছিল, জনমানুষ ঠিকই বুঝেছিল’
- দেশের অর্থনীতি ধ্বংসপ্রায় অবস্থা থেকে ঘুরে দাঁড়িয়েছে : অর্থ উপদেষ্টা
- বিমানবন্দর থেকে আরও ২৬ বাংলাদেশিকে ফেরত পাঠালো মালয়েশিয়া
- আগামী বছর চামড়া সংরক্ষণের আগ্রহ আরও বাড়বে : বাণিজ্য উপদেষ্টা
- জাতীয় নির্বাচনে ৪৭ হাজার কেন্দ্রে থাকবে বডি-ওর্ন ক্যামেরা
- আখাউড়ায় বিদ্যুৎস্পৃষ্টে টেকনিশিয়ানের মৃত্যু
- আখাউড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা
- চরফ্যাশনে দুই ভাই হত্যা: তিন আসামির মৃত্যুদণ্ড
সবার আগে ফাইনালে শ্রীলঙ্কা
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর