মাদ্রিদ ডার্বি ২-২ গোলের ড্রতে শেষ হয়েছে। এমন স্বস্তির সংবাদ জেনেই আলমেরিয়ার মাঠে খেলতে নেমেছিল বার্সেলোনা। অ্যাটলেটিকো মাদ্রিদের মাঠে দুই পয়েন্ট হারিয়ে লা লিগায় রিয়াল মাদ্রিদের শীর্ষস্থান অনেকটাই নড়বড়ে হয়ে গেছে। তবে বার্সেলোনা আলমেরিয়ার মাঠে ৪-১ ব্যবধানের জয় পেয়েও হারানো স্থান পুনরুদ্ধার করতে পারেনি গত রবিবার। এক পয়েন্টে এগিয়ে থেকে শীর্ষেই রয়ে গেছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। মাদ্রিদ ডার্বিতে রোনালদো ফিরলেন লা লিগায়। লাল কার্ডের নিষেধাজ্ঞায় মাঠের বাইরেই ছিলেন তিনি। ফিরেই গোল করলেন এই পর্তুগিজ। তার গোলেই পরাজয়ের কিনার থেকে ফিরে এলো লস ব্ল্যাঙ্কোসরা। করিম বেনজেমা ম্যাচের তৃতীয় মিনিটেই গোল করে এগিয়ে দিয়েছিলেন রিয়াল মাদ্রিদকে। তবে কোকে এবং গ্যাবির গোল অ্যাটলেটিকোকে প্রথমার্ধেই ২-১ ব্যবধানে এগিয়ে দেয়। এরপর ম্যাচের ৮২তম মিনিট পর্যন্ত পরাজয়ের শঙ্কায় কেঁপেছে রিয়াল মাদ্রিদ। রোনালদোর গোলই শেষ পর্যন্ত রক্ষাকবচ হয়ে দেখা দেয় কার্লো আনসেলত্তির জন্য। মাদ্রিদ ডার্বি ড্র হওয়াতে সবচেয়ে লাভবান হলো বার্সেলোনা। আলমেরিয়ার মাঠে বার্সেলোনা ছিল পূর্ণ ছন্দে। লিওনেল মেসি খেলেছেন স্বভাবজাত ফুটবল। সানচেজ-ফ্যাব্রিগাস-জাভিরাও খেলেছেন আপন আনন্দে। ম্যাচের নবম মিনিটে কাতালানদের প্রথম ব্যবধান এনে দেন চিলিয়ান তারকা আলেঙ্সি সানচেজ। এরপর মেসি গোল করেন ২৪তম মিনিটে। অধিনায়ক কার্লোস পুয়ল (৮৩) ও জাভি (৮৯) আরও দুটি গোল করে জয়ের ব্যবধানই কেবল দীর্ঘতর করেন।