শহিদ আফ্রিদির বলে ছক্কা হাঁকিয়ে শতরান করলো টাইগাররা। উদ্বোধনী জুটি হিসেবে আনামুল হক ও ইমরুল কায়েস ১০০ রান করে আশা জাগিয়েছে বাংলাদেশের ক্রিকেট প্রেমীদের। আর তাইতো আফ্রিদির বলে ছক্কা হাঁকানোর পর বাংলাদেশের সংগ্রহ যখন ১০১ তখন উল্লাসে ফেটে পড়েন গ্যালারিতে উপস্থিত দর্শকরা।
আনামুল হক বিজয় ও ইমরুল কায়েসের চমৎকার জুটিতে পাকিস্তানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে দারূণ সূচনা পেয়েছে বাংলাদেশ। আজ ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক করেছেন আনামুল হক।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ ২২ ওভারে কোনও উইকেট না হারিয়ে ১২১ রান।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে বাংলাদেশ দলে পাঁচটি পরিবর্তন এসেছে। একাদশে ফিরেছেন সাকিব। তাছাড়া দলে সুযোগ হয়েছে মাহমুদুল্লাহ, শফিউল ও আল আমিনের। পাকিস্তান দলে জায়গা ফিরে পেয়েছেন ফাওয়াদ আলম ও আবদুর রহমান। এজন্য শারজিল খান ও জুনাইদ খানকে জায়গা ছেড়ে দিতে হয়েছে।
বাংলাদেশ দল:
ইমরুল কায়েস, আনামুল হক বিজয়, মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাসির হোসেন, জিয়াউর রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, আবদুর রাজ্জাক, শফিউল ইসলাম ও আল আমিন হোসেন।
পাকিস্তান দল:
আহমেদ শেহজাদ, মোহাম্মদ হাফিজ, মিসবাহ উল হক, উমর আকমল, শোয়েব মাকসুদ, শহিদ আফ্রিদি, উমর গুল, সাঈদ আজমল, উমর গুল, মোহাম্মদ তালহা ও ফাওয়াদ আলম।