আনামুল হকের সঙ্গে জুটি গড়ে অর্ধশতক করলেন ইমরুল কায়েসও। ফলে পাকিস্তানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে অভাবনীয় সূচনা পেয়েছে বাংলাদেশ।
ইনিংসের ১৮ ওভারেই দলীয় শতকের কোঠায় পৌঁছে যায় টাইগাররা। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ২৬ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ১৩৯ রান।
আনামুল হক অসাধারণ ব্যাটিং প্রদর্শনী দেখিয়ে ৭৬ বলে ৫ চার ও ৪ ছক্কার ঝড়ে ৬৭ রান তুলে অপরাজিত রয়েছেন। এটা তার ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক। অন্যপ্রান্তে ইমরুল কায়েস ৬৩ বলে ৪ বাউন্ডারি ও ২ ছক্কায় ৫১ রান তুলে অর্ধশতক পূর্ণ করে আস্থার প্রতিদান দেন।
এর আগে ইনিংসের ১১.২ ওভার শেষে বাংলাদেশের দুই উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস ও আনামুল হক বিজয় দলীয় অর্ধশতক পূর্ণ করেন।
মঙ্গলবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিং বেছে নেন বাংলাদেশ অধিনায়ক মুশফিকুর রহিম। পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপে নিজেদের তৃতীয় ম্যাচে দুর্দান্ত খেলছে বাংলাদেশ।