সেঞ্চুরির করার পর বেশিক্ষণ মাঠে থাকতে পারলেন না ওপেনার আনামুল হক বিজয়। সাঈদ আজমলের করা ৪০তম ওভারের প্রথম বলেই তিনি ছক্কা হাঁকাতে গিয়ে আহমেদ শেহজাদের তালুবন্দী হন ব্যক্তিগত ১০০ রানেই।
এ সময় টাইগারদের দলীয় সংগ্রহ ছিল ৩৯.১ ওভারে ২ উইকেটে ২০৪ রান। আনামুল আউট হওয়ার পর মমিনুলের সঙ্গে জুটি বেঁধেছেন অধিনায়ক মুশফিকুর রহিম।