পাকিস্তানের কাছে তিন উইকেটে হেরেছে বাংলাদেশ। বাংলাদেশের দেয়া ৩২৭ রানের টার্গেটে খেলতে নেমে এক বল বাকি থাকতেই জয় নিশ্চিত করে পাকিস্তান।
এর আগে পাকিস্তানের সামনে ৩২৭ রানের টার্গেট ছুঁড়ে দেয় টাইগাররা। পাকিস্তানের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৩ উইকেট হারিয়ে ৩২৬ রান সংগ্রহ করে বাংলাদেশ।
বাংলাদেশের পক্ষে ইমরুল কায়েস (৫৯), মমিনুল হক (৫১), সাকিব আল হাসান (৪৪), মুশফিকুর রহিম (৫১), আনামুল হক (১০০) রান করেন।
অতিরিক্ত হিসেবে আসে ২১টি রান।
পাকিস্তানের পক্ষে সাহেদ আজমল ২টি ও তালাহ ১টি করে উইকেট নেন।
এর আগে ১২তম এশিয়া কাপে মিরপুরে পাকিস্তানের বিপক্ষে নিজেদের তৃতীয় ম্যাচে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় বাংলাদেশের অধিনায়ক মুশফিকুর রহিম। আজ মঙ্গলবার দুপুর ২টায় এ খেলা শুরু হয়।
বাংলাদেশ : ইমরুল কায়েস, আনামুল হক, মমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব-আল-হাসান, নাসির হোসেন, জিয়াউর রহমান, আব্দুর রাজ্জাক, আবুল হোসেন, মাহমুদুল্লাহ, সফিউল ইসলাম।
পাকিস্তান : আহমেদ শেহজাদ, ফুয়াড আলম, মোহাম্মদ হাফিজ, মিসবাহ-উল-হক (অধিনায়ক), সোহাইব মাকসুদ, উমর আকমাল, শহিদ আফ্রিদি, উমর গুল, মোহাম্মদ তালহা, সাহেদ আজমল, আব্দুর রহমান।