এমন হারের কোনো ব্যাখ্যা নেই কারোর কাছে। অথচ নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রানের ইনিংস খেলেও হারের কারণ ব্যাখ্যা দিয়েছেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। সরাসরি জানিয়েছেন, বাংলাদেশকে ম্যাচ হারের কষ্ট দিয়েছেন অবিশ্বাস্য ইনিংস খেলা শহীদ আফ্রিদি। আর সাফাই গেয়েছেন নিজের বাজে অধিনায়কত্বের।
২৫ বলে ৭ ছক্কা ও ২ চারে ৫৯ রানের অতিমানবীয় ইনিংস খেলে কিছুক্ষণ আগে সাজঘরে ফিরেছেন আফ্রিদি। ফলে ম্যাচ জেতার তখনও সুপ্ত সম্ভাবনা রয়েছে টাইগারদের। ১৮ বলে পাকিস্তানের প্রয়োজন ৩১ রান। ব্যাট করছেন ফাওয়াদ আলম ৫৫ রানে। বাঁ হাতি ব্যাটসম্যান জেনেও টাইগার অধিনায়ক মুশফিক বোলিংয়ে আনেন রাজ্জাক রাজকে। বিস্মিত সবাই। আগের ৮ ওভারে ৫৬ রান দেওয়া রাজের হাতে বল তুলে দেওয়া যে কত বড় ভুল ছিল, সেটা ফাওয়াদ ও উমর আকমল দুই ছক্কায় ১৮ রান তুলে নিয়ে প্রমাণ দেন। ওই সময় রাজ্জাককে বোলিং করানোর ব্যাখ্যায় মুশফিক বলেন, ‘রাজ ভাই শেষ ৮-১০ বছরে কি রকম বোলিং করেছেন, সবাই জানেন। পাওয়ার প্লে কিংবা স্লগ ওভারে সব সময় উনি অধিনায়ককে সহায়তা করেন। বাংলাদেশ দলের অন্যরকম বোলার তিনি। আমার মনে হয়, আমাদের পছন্দ অবশ্যই ঠিক ছিল। দুর্ভাগ্যবশত উনি চেষ্টা করে পারেননি। এ রকমটা যে কোনো বোলারের বিপক্ষেই হতে পারত।’
আফ্রিদির যখন ৫১ রান। তখন সাকিবের বলে পরাস্থ হন। কিন্তু বল উইকেটে লাগার পরও বেল পড়েনি। বেঁচে যান। পরের ওভারে রাজ্জাকের বলে ক্যাচ দিলেও মিড অফে বেঁচে যান মুশফিকের তালু গলে। এরপর মাত্র ৭ রান যোগ করেন আফ্রিদি। কিন্তু ২৫ বলে যে ৫৯ রানের ইনিংস খেলেন, সেটাই ব্যবধান গড়ে দিয়েছে। আফ্রিদি যখন নামেন, তখন পাকিস্তানের দরকার ছিল ৫২ বলে ১০২ রান। সেটা কমিয়ে এনে ১৯ বলে ৩৩ রান রেখে সাজঘরে ফিরেন আফ্রিদি। বাকি কাজটুকু সারেন ফাওয়াদ আলম ও আকমল। অবিশ্বাস্য ম্যাচ হারের জন্য আফ্রিদির দিকেই আঙুল তুলেন টাইগার অধিনায়ক, ‘ম্যাচের টার্নিং পয়েন্ট আসলে আফ্রিদি। এক সময় রান রেট ছিল সাড়ে ১০, ১১। আমি মনে করি আফ্রিদি ছাড়া অন্য কারো পক্ষে সেটা সম্ভব ছিল না। সাকিব আমাদের সেরা বোলার। তাকে এক ওভারে তিন ছক্কা মারেন আফ্রিদি। তাতেই বোঝা যায়, সে কত বড় ক্রিকেটার।’
শিরোনাম
- পুঁজিবাজারে বহুজাতিক কোম্পানির মুনাফায় ১৭% পতন
- ভাষাবিদ ড. আব্দুস সাত্তার সিদ্দিকীর জীবন ও কর্ম
- জুলাই ঘোষণাপত্র নিয়ে বিএনপি প্রতিক্রিয়া জানাবে আজ
- আজ দেশব্যাপী বিজয় র্যালি করবে বিএনপি
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (৬ আগস্ট)
- সাতসকালে নোয়াখালীতে মাইক্রোবাস খালে পড়ে নিহত ৭
- খিলক্ষেত থেকে স্বেচ্ছাসেবক দলের নেতা রানাকে চাঁদার টাকাসহ আটক
- শেরপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে বিএনপির বিশাল র্যালি, মানুষের ঢল
- বরিশালে বিএনপির সমাবেশে যাওয়ার পথে নেতার মৃত্যু, অসুস্থ ১০-১২ জন
- জাবিতে স্বৈরাচার পতন দিবস উদযাপন: আনন্দ র্যালি ও মিষ্টি বিতরণ
- সীমান্ত এলাকায় ছুরিকাঘাতে নিহত দোকানদার, আটক ১
- মেয়েকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার
- গণঅভ্যুত্থান দিবসে লক্ষ্মীপুরে বিএনপির বিজয় র্যালি
- কুড়িগ্রামে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থান দিবস
- সাজেকে পাহাড়ি ঢলে সড়ক ডুবে আটকা কয়েকশ পর্যটক
- বিনিয়োগে ওয়েট অ্যান্ড সির বছর পার
- গণ-অভ্যুত্থানের অর্জনকে বিভক্ত করা হচ্ছে : সাইফুল হক
- প্রধান উপদেষ্টার ঘোষণায় নির্বাচন নিয়ে দোদুল্যমানতা কেটে গেছে : সালাহউদ্দিন
- মাগুরায় নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত
- দীর্ঘ ১৭ বছর আন্দোলনের ফসল নির্বাচন : শেখ মজিবুর রহমান
আফ্রিদিই জয়ের নায়ক : মুশফিক
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর