এমন হারের কোনো ব্যাখ্যা নেই কারোর কাছে। অথচ নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রানের ইনিংস খেলেও হারের কারণ ব্যাখ্যা দিয়েছেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। সরাসরি জানিয়েছেন, বাংলাদেশকে ম্যাচ হারের কষ্ট দিয়েছেন অবিশ্বাস্য ইনিংস খেলা শহীদ আফ্রিদি। আর সাফাই গেয়েছেন নিজের বাজে অধিনায়কত্বের।
২৫ বলে ৭ ছক্কা ও ২ চারে ৫৯ রানের অতিমানবীয় ইনিংস খেলে কিছুক্ষণ আগে সাজঘরে ফিরেছেন আফ্রিদি। ফলে ম্যাচ জেতার তখনও সুপ্ত সম্ভাবনা রয়েছে টাইগারদের। ১৮ বলে পাকিস্তানের প্রয়োজন ৩১ রান। ব্যাট করছেন ফাওয়াদ আলম ৫৫ রানে। বাঁ হাতি ব্যাটসম্যান জেনেও টাইগার অধিনায়ক মুশফিক বোলিংয়ে আনেন রাজ্জাক রাজকে। বিস্মিত সবাই। আগের ৮ ওভারে ৫৬ রান দেওয়া রাজের হাতে বল তুলে দেওয়া যে কত বড় ভুল ছিল, সেটা ফাওয়াদ ও উমর আকমল দুই ছক্কায় ১৮ রান তুলে নিয়ে প্রমাণ দেন। ওই সময় রাজ্জাককে বোলিং করানোর ব্যাখ্যায় মুশফিক বলেন, ‘রাজ ভাই শেষ ৮-১০ বছরে কি রকম বোলিং করেছেন, সবাই জানেন। পাওয়ার প্লে কিংবা স্লগ ওভারে সব সময় উনি অধিনায়ককে সহায়তা করেন। বাংলাদেশ দলের অন্যরকম বোলার তিনি। আমার মনে হয়, আমাদের পছন্দ অবশ্যই ঠিক ছিল। দুর্ভাগ্যবশত উনি চেষ্টা করে পারেননি। এ রকমটা যে কোনো বোলারের বিপক্ষেই হতে পারত।’
আফ্রিদির যখন ৫১ রান। তখন সাকিবের বলে পরাস্থ হন। কিন্তু বল উইকেটে লাগার পরও বেল পড়েনি। বেঁচে যান। পরের ওভারে রাজ্জাকের বলে ক্যাচ দিলেও মিড অফে বেঁচে যান মুশফিকের তালু গলে। এরপর মাত্র ৭ রান যোগ করেন আফ্রিদি। কিন্তু ২৫ বলে যে ৫৯ রানের ইনিংস খেলেন, সেটাই ব্যবধান গড়ে দিয়েছে। আফ্রিদি যখন নামেন, তখন পাকিস্তানের দরকার ছিল ৫২ বলে ১০২ রান। সেটা কমিয়ে এনে ১৯ বলে ৩৩ রান রেখে সাজঘরে ফিরেন আফ্রিদি। বাকি কাজটুকু সারেন ফাওয়াদ আলম ও আকমল। অবিশ্বাস্য ম্যাচ হারের জন্য আফ্রিদির দিকেই আঙুল তুলেন টাইগার অধিনায়ক, ‘ম্যাচের টার্নিং পয়েন্ট আসলে আফ্রিদি। এক সময় রান রেট ছিল সাড়ে ১০, ১১। আমি মনে করি আফ্রিদি ছাড়া অন্য কারো পক্ষে সেটা সম্ভব ছিল না। সাকিব আমাদের সেরা বোলার। তাকে এক ওভারে তিন ছক্কা মারেন আফ্রিদি। তাতেই বোঝা যায়, সে কত বড় ক্রিকেটার।’
শিরোনাম
- বোয়ালমারীতে ফ্যাসিস্ট আ. লীগ নেতা মতি কাজী গ্রেপ্তার
- তিউনিসিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ৩৪ বছরের কারাদণ্ড
- বগুড়ায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- বাংলাদেশকে পুতুলরাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগ: আখতার
- গণমাধ্যমের প্রতি আস্থা ফেরাতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে : কাদের গনি চৌধুরী
- শার্শায় সেপ্টেম্বর অন যশোর রোড মনুমেন্ট উদ্বোধন
- ‘ডিএনসিসির সঙ্গে কাজ করবে ডিএমপি, রাজউক ও এমআরটি’
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে এমএস ও পিএইচডি কোর্স চালুকরণে কর্মশালা
- এনএসডিএ ও বাউবির সমঝোতা চুক্তি সই
- এপ্রিলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত রংপুরে
- র্যাংকিংয়ে আয়ারল্যান্ডের কাছে জায়গা হারাল বাংলাদেশ
- চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটে রপ্তানি কার্যক্রম দ্রুত করতে পদক্ষেপ
- ‘যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল তাদের মূল্যায়ন করতে হবে’
- সাকিবকে আওয়ামী লীগে যোগ না দিতে উপদেশ দিয়েছিলেন মেজর হাফিজ
- শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী শুটার বিপু গ্রেফতার
- মারধরের পর পল্লী চিকিৎসককে তুলে নেওয়ার অভিযোগ
- টুঙ্গিপাড়ায় ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক
- ক্রিকেট বোর্ডে কাদের থাকা উচিত, জানালেন তামিম
- চাঁপাইনবাবগঞ্জের আম দেশের ২৫ জেলায় পৌঁছে দিবে ডাক বিভাগ
- আওয়ামী প্রোপাগান্ডা মেশিন আছে অনলাইনে এবং অফলাইনে : ব্যারিস্টার ফুয়াদ
আফ্রিদিই জয়ের নায়ক : মুশফিক
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর