এমন হারের কোনো ব্যাখ্যা নেই কারোর কাছে। অথচ নিজেদের ইতিহাসে সর্বোচ্চ রানের ইনিংস খেলেও হারের কারণ ব্যাখ্যা দিয়েছেন টাইগার অধিনায়ক মুশফিকুর রহিম। সরাসরি জানিয়েছেন, বাংলাদেশকে ম্যাচ হারের কষ্ট দিয়েছেন অবিশ্বাস্য ইনিংস খেলা শহীদ আফ্রিদি। আর সাফাই গেয়েছেন নিজের বাজে অধিনায়কত্বের।
	২৫ বলে ৭ ছক্কা ও ২ চারে ৫৯ রানের অতিমানবীয় ইনিংস খেলে কিছুক্ষণ আগে সাজঘরে ফিরেছেন আফ্রিদি। ফলে ম্যাচ জেতার তখনও সুপ্ত সম্ভাবনা রয়েছে টাইগারদের। ১৮ বলে পাকিস্তানের প্রয়োজন ৩১ রান। ব্যাট করছেন ফাওয়াদ আলম ৫৫ রানে। বাঁ হাতি ব্যাটসম্যান জেনেও টাইগার অধিনায়ক মুশফিক বোলিংয়ে আনেন রাজ্জাক রাজকে। বিস্মিত সবাই। আগের ৮ ওভারে ৫৬ রান দেওয়া রাজের হাতে বল তুলে দেওয়া যে কত বড় ভুল ছিল, সেটা ফাওয়াদ ও উমর আকমল দুই ছক্কায় ১৮ রান তুলে নিয়ে প্রমাণ দেন। ওই সময় রাজ্জাককে বোলিং করানোর ব্যাখ্যায় মুশফিক বলেন, ‘রাজ ভাই শেষ ৮-১০ বছরে কি রকম বোলিং করেছেন, সবাই জানেন। পাওয়ার প্লে কিংবা স্লগ ওভারে সব সময় উনি অধিনায়ককে সহায়তা করেন। বাংলাদেশ দলের অন্যরকম বোলার তিনি। আমার মনে হয়, আমাদের পছন্দ অবশ্যই ঠিক ছিল। দুর্ভাগ্যবশত উনি চেষ্টা করে পারেননি। এ রকমটা যে কোনো বোলারের বিপক্ষেই হতে পারত।’
	আফ্রিদির যখন ৫১ রান। তখন সাকিবের বলে পরাস্থ হন। কিন্তু বল উইকেটে লাগার পরও বেল পড়েনি। বেঁচে যান। পরের ওভারে রাজ্জাকের বলে ক্যাচ দিলেও মিড অফে বেঁচে যান মুশফিকের তালু গলে। এরপর মাত্র ৭ রান যোগ করেন আফ্রিদি। কিন্তু ২৫ বলে যে ৫৯ রানের ইনিংস খেলেন, সেটাই ব্যবধান গড়ে দিয়েছে। আফ্রিদি যখন নামেন, তখন পাকিস্তানের দরকার ছিল ৫২ বলে ১০২ রান। সেটা কমিয়ে এনে ১৯ বলে ৩৩ রান রেখে সাজঘরে ফিরেন আফ্রিদি। বাকি কাজটুকু সারেন ফাওয়াদ আলম ও আকমল। অবিশ্বাস্য ম্যাচ হারের জন্য আফ্রিদির দিকেই আঙুল তুলেন টাইগার অধিনায়ক, ‘ম্যাচের টার্নিং পয়েন্ট আসলে আফ্রিদি। এক সময় রান রেট ছিল সাড়ে ১০, ১১। আমি মনে করি আফ্রিদি ছাড়া অন্য কারো পক্ষে সেটা সম্ভব ছিল না। সাকিব আমাদের সেরা বোলার। তাকে এক ওভারে তিন ছক্কা মারেন আফ্রিদি। তাতেই বোঝা যায়, সে কত বড় ক্রিকেটার।’  
	
	 
শিরোনাম
                        - শার্শা আসনে বিএনপির প্রার্থী তৃপ্তি
 - আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
 - চট্টগ্রামের ১০টি আসনে নতুন মুখ ৫ জন
 - জানাজা থেকে গৃহবধূর লাশ গেল মর্গে, পালালেন স্বামী-শ্বশুর
 - নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী
 - আমেরিকা থেকে এলো গমবোঝাই জাহাজ
 - এক নজরে বিএনপি প্রার্থীদের তালিকা
 - চট্টগ্রাম সমিতি ঢাকা’র নির্বাচন ৫ ডিসেম্বর
 - কেদারপুরে যুব সমাজের স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত
 - মনোনয়ন পেলেন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ
 - টঙ্গীতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা
 - জামায়াত আমিরের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম
 - সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন যারা
 - টাঙ্গাইলে গ্রামীণ রাস্তায় জনদুর্ভোগ, স্বাধীনতার ৫৩ বছরেও পাকাকরণ হয়নি
 - কিশোরগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন ফজলুর রহমান
 - নেত্রকোনা-৪ আসনে বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী বাবর
 - সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থী ইলিয়াসপত্নী লুনা
 - তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী ব্যানার্জি
 - বগুড়া-৬ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান
 - নির্বাচনে বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসন থেকে লড়বেন খালেদা জিয়া
 
আফ্রিদিই জয়ের নায়ক : মুশফিক
                        
                        
                                                     ক্রীড়া প্রতিবেদক
                        
                        
                    
                                        
                        
                            
                            প্রিন্ট ভার্সন
                        
                    
                                                            
                    
                        এই বিভাগের আরও খবর
                    
                    
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                                                                                        
                                        
    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    
                                    
                                                            
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                                                                                                
                                        
    
                                                                                                                                                                                                                                            
                                                    
                                
  
                            
                        
                                                                            
                                            
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        
                                    
                                                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                            
                                            
                            
    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    
                        
                                    
            
                        
                            সর্বশেষ খবর