শূন্য বলে ৮ রান। ওয়ানডে ক্রিকেটে এমন রেকর্ড আর কখনো হয়নি। গতকাল মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে তাই ঘটল। স্কোর বোর্ডে পাকিস্তানি বোলার আবদুর রেহমানের নামের পাশের বোলিং বিশ্লেষণ ০-০-৮-০) অর্থাৎ কোনো বল ছাড়াই ৮ রান। ম্যাচে জুনাইদ খানের পরিবর্তে দলে সুযোগ পেয়েছিলেন রেহমান। বাংলাদেশ ব্যাট করার সময় একাদশ ওভার তার হাতে বল তুলে দেন অধিনায়ক মিসবাহ-উল-হক। প্রথম বলটিই হাত থেকে ফসকে যায়। কোমরের উপরে ছিল বলে আম্পায়ার নো বল দেন। এতে আসে ১ রান। পরের বলেও একই ঘটনা। উঁচু ফুটটস ইমরুল কায়েস মিডউইকেটে তুলে মারেন। ক্যাচও ধরেন ফিল্ডার। এটিও ছিল কোমরের উপরে উচ্চতার। দ্বিতীয় বলটিতে ক্যাচ দিয়েও নো বলের সুবাদে বেঁচে যান ইমরুল। ওই সময়ে দৌড়ে ১টি রানও নেন। কোনো বল না করেই রেহমান ততক্ষণাৎ ৩ রান দিয়ে ফেরেন। আবার বল, এবারও টস বাউন্ডারি মারেন এনামুল। এই বলে আসে ৫ রান। তিনটি বল করেছেন রেহমান একটিও বৈধ নয়। বরং বিমার দিয়েছেন দুটো। আর দুটো বিমার দিয়ে এই ইনিংস বল করার সুযোগ হারিয়েছেন। শুধু তাই নয় বিশ্ব ক্রিকেটে কোনো বল না করেই ৮ রান দেওয়ার বিরল রেকর্ড তারই।