দক্ষিণ এশীয় ফুটবল ফেডারেশন বা সাফের কংগ্রেস আজ। রাজধানীর হোটেল রূপসী বাংলায় বেলা তিনটা থেকে শুরু হবে সভা। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানিয়েছেন, 'সাফ সভাপতি ও সাধারণ সম্পাদক ছাড়াও সংগঠনটির আটটি সদস্য দেশের ১৮ জন প্রতিনিধি সভায় উপস্থিত থাকবেন। এই সভা থেকে সাফের পরবর্তী নির্বাহী কমিটি নির্বাচন করা হবে।'
বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের অবশ্য আবারও সাফের সভাপতির দায়িত্ব পাওয়া প্রায় নিশ্চিত। কারণ এই পদে তিনি ছাড়া আর কেউ মনোনয়নপত্র জমা দেননি।