বিএনপিতে যোগদান
	বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলামসহ ১০ জন সাবেক কৃতী ফুটবলার বিএনপিতে যোগ দিচ্ছেন। আজ রাত সাড়ে ৮টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে ফুল দিয়ে তারা দলে যোগ দেবেন। চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ যোগদানপর্ব অনুষ্ঠিত হবে।বিএনপির এক সূত্র এ খবর  গতকাল নিশ্চিত করেছেন।
	
	সব দোকানেই ভিড়
	কেনাবেচা তেমন নেই। কিন্তু ঢাকা শহরে ইলেকট্রনিক্স দোকানগুলোর সামনে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। বাংলাদেশ-পাকিস্তানের ক্রিকেট ম্যাচ চলাকালে দুপুর থেকে রাত পর্যন্ত ভিড় ছিল। খেলা দেখতে যেন সমস্যা নয় এ জন্য দোকানগুলোতে একাধিক টিভিতে শুধু খেলার চ্যানেলই ছেড়ে রাখে। কেউ কেউ আবার দর্শকদের জন্য নাস্তারও ব্যবস্থা করেন।
	
	টাইগার খেপলে
	কয়েকটি ম্যাচে হতাশাজনক পারফরমেন্সের পরও গতকাল পাকিস্তানের বিপক্ষে ব্যাট বলে দারুণ খেলেছেন মুশফিকরা। অনেকে বলেছেন টাইগারদের খেপালে যা হয়। পাকিস্তানকে একেবারে ক্ষত-বিক্ষত করে ছাড়ল।
	
	শচীনের বিদায়ী ভাষণ
	প্রিয় ক্রিকেটকে বিদায় জানাবেন, এমন ঘোষণার পর থেকেই ভক্তদের আবেগে ভেসে গিয়েছিলেন শচীন টেন্ডুলকার। মুম্বাইর ওয়াংখেড়ে স্টেডিয়ামে শেষবারের মতো ব্যাট হাতে নেবেন। এরপর নিশ্চয়ই কোটি কোটি ভক্তের উদ্দেশে কিছু বলতে হবে। তা বুঝেই নিয়েছিলেন ভারতীয় ব্যাটিং গ্রেট। শেষ পর্যন্ত কিছু বললেন, আর ২০ মিনিট যা বলে গেলেন ভক্তদের চোখের জল পড়তে বাকি রইল না। রবিবার শচীন প্রকাশ করলেন কতটা আপ্লুত হয়ে পড়েছিলেন ওই সময়টা।
	গত বছর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে কলকাতার ইডেন গার্ডেনে শেষ ম্যাচের আগের ম্যাচটি খেললেন শচীন। ওই সময় মুম্বাইয়ে ফিরতি বিমানে চিন্তা করছিলেন কীভাবে বক্তৃতা দেবেন। প্রস্তুতি বলতে ছিল একটাই- ক্যারিয়ারের উত্থানে গুরুত্বপূর্ণ মানুষগুলোকে সবার সামনে তুলে ধরবেন। এক ইভেন্টে শচীন বলেন, ‘কলকাতা থেকে মুম্বাইয়ের বিমানে ফিরছিলাম। তখন আমি উপলব্ধি করলাম এটাই আমার শেষ ম্যাচ হতে যাচ্ছে। একাই বসেছিলাম। ভালো কিছুর কথা ভাবছিলাম, ভাবছিলাম কয়েকজন গুরুত্বপূর্ণ মানুষের নাম উল্লেখ করার কথা। উপলব্ধি করলাম মুম্বাই ম্যাচই সব শেষ।’ তিনি আরও বলেন, ‘পুরো বিশ্ব আমার কিছু বলার অপেক্ষায় থাকবে।
	
	 
শিরোনাম
                        - শার্শা আসনে বিএনপির প্রার্থী তৃপ্তি
 - আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
 - চট্টগ্রামের ১০টি আসনে নতুন মুখ ৫ জন
 - জানাজা থেকে গৃহবধূর লাশ গেল মর্গে, পালালেন স্বামী-শ্বশুর
 - নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী
 - আমেরিকা থেকে এলো গমবোঝাই জাহাজ
 - এক নজরে বিএনপি প্রার্থীদের তালিকা
 - চট্টগ্রাম সমিতি ঢাকা’র নির্বাচন ৫ ডিসেম্বর
 - কেদারপুরে যুব সমাজের স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত
 - মনোনয়ন পেলেন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ
 - টঙ্গীতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা
 - জামায়াত আমিরের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম
 - সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন যারা
 - টাঙ্গাইলে গ্রামীণ রাস্তায় জনদুর্ভোগ, স্বাধীনতার ৫৩ বছরেও পাকাকরণ হয়নি
 - কিশোরগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন ফজলুর রহমান
 - নেত্রকোনা-৪ আসনে বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী বাবর
 - সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থী ইলিয়াসপত্নী লুনা
 - তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী ব্যানার্জি
 - বগুড়া-৬ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান
 - নির্বাচনে বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসন থেকে লড়বেন খালেদা জিয়া
 
এক ঝলক
                            
                            প্রিন্ট ভার্সন
                        
                    
                                                            
                    
                        এই বিভাগের আরও খবর
                    
                    
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                                                                                        
                                        
    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    
                                    
                                                            
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                                                                                                
                                        
    
                                                                                                                                                                                                                                            
                                                    
                                
  
                            
                        
                                                                            
                                            
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        
                                    
                                                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                            
                                            
                            
    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    
                        
                                    
            
                        
                            সর্বশেষ খবর