আফগানিস্তানের কাছে লজ্জার হার। হারের পরের ২৪ ঘণ্টায় কঠিন ঘূর্ণাবর্তে হিমশিম খেয়েছে টাইগার ক্রিকেটাররা। তলানিতে চলে যাওয়া আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে বিসিবি সভাপতি নির্বাচক প্যানেল, কোচ ও অধিনায়কের সঙ্গে সময় কাটিয়েছেন একান্তে। জানতে চেয়েছেন সমস্যা। টি-২০ বিশ্বকাপের আগে এ সমস্যার বেড়াজাল ভেঙে আবারও পুরনো ছন্দে ফেরার তাগিদ দিয়েছেন বিসিবি সভাপতি। সমস্যার কঠিন লৌহজাল ভাঙার প্রথম ধাপ হিসেবে টিম ম্যানেজমেন্ট বেছে নেন পাকিস্তান ম্যাচকে। এ ম্যাচের একাদশে পাঁচ ক্রিকেটারের পরিবর্তন এনে জন্ম দেন বিস্ময়ের।
	পরিবর্তন আসবে- ম্যাচ শুরুর আগেই জানতেন সবাই। জানতেন ক্রিকেটাররাও। কিন্তু পাঁচ ক্রিকেটারের পরিবর্তন, বোধ করি ম্যাচ শুরুর আগে অধিনায়কও জানতেন না। ১৯৮৪ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেক ম্যাচে একসঙ্গে ১১ ক্রিকেটারের অভিষেক হয়েছিল। এরপর ২৮২টি ওয়ানডে খেলেছে টাইগাররা। কিন্তু কোনো ম্যাচের একাদশেই একসঙ্গে পাঁচজনের পরিবর্তন হয়নি। এর আগে ২০১২ সালের ১১ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চারজনের অভিষেক হয়েছিল। ম্যাচটি জিতেছিল টাইগাররা। কাল পাঁচজনের পরিবর্তন আনায় হয়তো অধরা জয়ের দেখা পেতেই পারে বাংলাদেশ, যার অপেক্ষায় গাঙ্গেয় ব-দ্বীপটির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত।
	আফগানিস্তান ম্যাচে বোলিংয়ের সময় প্রথম ওভারেই আঙুলে ব্যথা পান সোহাগ গাজী। পরে আর বোলিং করতে পারেননি এই অফস্পিনার। শেষ হয়ে যায় এশিয়া কাপ। তার জায়গায় নেওয়া হয় মাহমুদুল্লাহ রিয়াদকে। কাল রিয়াদকে খেলানো হয়েছে বোলিং অলরাউন্ডার হিসেবে। অথচ একসময় রিয়াদ খেলতেন ব্যাটিং অলরাউন্ডার হিসেবে। কাল বসিয়ে দেওয়া হয় পেসার রুবেল হোসেন, বাঁ হাতি স্পিনার আরাফাত সানী, ওপেনার শামসুর রহমান শুভ ও নাঈম ইসলামকে। শামসুরের জায়গায় একাদশে আসেন বাঁ হাতি ওপেনার ইমরুল কায়েশ। তিন ম্যাচের নিষেধাজ্ঞা শেষে খেলছেন সাকিব আল হাসান। রুবেলের জায়গায় পেসার আল-আমিন। পাঁচ ক্রিকেটারের পরিবর্তনের ব্যাখ্যায় প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেন, ‘পরিবর্তন করা হলেও টিম কম্বিনেশন কিন্তু ঠিক রাখা হয়েছে’।
	আফগানিস্তান ম্যাচে আরাফাত ১০ ওভারে ৪৪ রানের খরচে উইকেট নিয়েছিলেন ২টি। রাজ্জাক রাজের বোলিং ফিগার ছিল ১০-১-৫৭-০। অথচ কাল একাদশে সানিকে বসিয়ে খেলানো হচ্ছে রাজ্জাককে। এর ব্যাখ্যায় প্রধান নির্বাচক বলেন, ‘সানি ভালো বোলিং করেছেন। কিন্তু পাকিস্তান ম্যাচে আমরা অভিজ্ঞতার কথা বিবেচনা করে রাজ্জাককে নিয়েছি’। আফগান ম্যাচে ১০ ওভারে ৬১ রান দিয়েছিলেন রুবেল। মাশরাফি বিন মর্তুজা না থাকায় দলের মূল স্ট্রাইক বোলার এই রুবেল। কাল তাকেও বিশ্রাম দেওয়া হয়। তার জায়গায় নেওয়া হয়েছে আল-আমিনকে। রুবেলকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানান ফারুক, ‘রুবেলকে সুস্থ রাখার জন্য বিশ্রাম দেওয়া হয়েছে’। তবে নাঈম ও শামসুরকে বাদ দেওয়ার পরোক্ষ কারণ শাস্তি। আফগানিস্তান ম্যাচে পাঁচ ক্রিকেটার শামসুর, নাঈম, সোহাগ, নাসির হোসেন ও রাজ্জাক রাজের শারীরিক ভাষা নিয়ে প্রশ্ন উঠেছিল। খেলার মধ্যে মনোযোগের অভাব থাকায় তাদের সতর্ক করে বিসিবি। সতর্কের ধারা ধরেই কাল একাদশ থেকে বাদ হয়েছেন নাঈম ও শামসুর। তবে প্রধান নির্বাচক দুই ক্রিকেটারের বাদ পড়ার ব্যাখ্যায় বলেন, ‘এদের একাদশে রাখা হয়নি মূলত বাজে পারফরম্যান্সের জন্য’।
	আসলে হারতে হারতে দলের মানিসক অবস্থা এতটাই নাজুক যে জরুরি হয়ে পড়েছিল পরিবর্তন। কাল তা করল টিম ম্যানেজমেন্ট।
	 
শিরোনাম
                        - শার্শা আসনে বিএনপির প্রার্থী তৃপ্তি
 - আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
 - চট্টগ্রামের ১০টি আসনে নতুন মুখ ৫ জন
 - জানাজা থেকে গৃহবধূর লাশ গেল মর্গে, পালালেন স্বামী-শ্বশুর
 - নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী
 - আমেরিকা থেকে এলো গমবোঝাই জাহাজ
 - এক নজরে বিএনপি প্রার্থীদের তালিকা
 - চট্টগ্রাম সমিতি ঢাকা’র নির্বাচন ৫ ডিসেম্বর
 - কেদারপুরে যুব সমাজের স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত
 - মনোনয়ন পেলেন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ
 - টঙ্গীতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা
 - জামায়াত আমিরের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম
 - সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন যারা
 - টাঙ্গাইলে গ্রামীণ রাস্তায় জনদুর্ভোগ, স্বাধীনতার ৫৩ বছরেও পাকাকরণ হয়নি
 - কিশোরগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন ফজলুর রহমান
 - নেত্রকোনা-৪ আসনে বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী বাবর
 - সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থী ইলিয়াসপত্নী লুনা
 - তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী ব্যানার্জি
 - বগুড়া-৬ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান
 - নির্বাচনে বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসন থেকে লড়বেন খালেদা জিয়া
 
একাদশে পাঁচ পরিবর্তন বিস্ময়
                        
                        
                                                     ক্রীড়া প্রতিবেদক
                        
                        
                    
                                        
                        
                            
                            প্রিন্ট ভার্সন
                        
                    
                                                            
                    
                        এই বিভাগের আরও খবর
                    
                    
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                                                                                        
                                        
    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    
                                    
                                                            
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                                                                                                
                                        
    
                                                                                                                                                                                                                                            
                                                    
                                
  
                            
                        
                                                                            
                                            
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        
                                    
                                                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                            
                                            
                            
    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    
                        
                                    
            
                        
                            সর্বশেষ খবর