আফগানিস্তানের কাছে লজ্জার হার। হারের পরের ২৪ ঘণ্টায় কঠিন ঘূর্ণাবর্তে হিমশিম খেয়েছে টাইগার ক্রিকেটাররা। তলানিতে চলে যাওয়া আত্মবিশ্বাস ফিরিয়ে আনতে বিসিবি সভাপতি নির্বাচক প্যানেল, কোচ ও অধিনায়কের সঙ্গে সময় কাটিয়েছেন একান্তে। জানতে চেয়েছেন সমস্যা। টি-২০ বিশ্বকাপের আগে এ সমস্যার বেড়াজাল ভেঙে আবারও পুরনো ছন্দে ফেরার তাগিদ দিয়েছেন বিসিবি সভাপতি। সমস্যার কঠিন লৌহজাল ভাঙার প্রথম ধাপ হিসেবে টিম ম্যানেজমেন্ট বেছে নেন পাকিস্তান ম্যাচকে। এ ম্যাচের একাদশে পাঁচ ক্রিকেটারের পরিবর্তন এনে জন্ম দেন বিস্ময়ের।
পরিবর্তন আসবে- ম্যাচ শুরুর আগেই জানতেন সবাই। জানতেন ক্রিকেটাররাও। কিন্তু পাঁচ ক্রিকেটারের পরিবর্তন, বোধ করি ম্যাচ শুরুর আগে অধিনায়কও জানতেন না। ১৯৮৪ সালে পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে অভিষেক ম্যাচে একসঙ্গে ১১ ক্রিকেটারের অভিষেক হয়েছিল। এরপর ২৮২টি ওয়ানডে খেলেছে টাইগাররা। কিন্তু কোনো ম্যাচের একাদশেই একসঙ্গে পাঁচজনের পরিবর্তন হয়নি। এর আগে ২০১২ সালের ১১ নভেম্বর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চারজনের অভিষেক হয়েছিল। ম্যাচটি জিতেছিল টাইগাররা। কাল পাঁচজনের পরিবর্তন আনায় হয়তো অধরা জয়ের দেখা পেতেই পারে বাংলাদেশ, যার অপেক্ষায় গাঙ্গেয় ব-দ্বীপটির এক প্রান্ত থেকে আরেক প্রান্ত।
আফগানিস্তান ম্যাচে বোলিংয়ের সময় প্রথম ওভারেই আঙুলে ব্যথা পান সোহাগ গাজী। পরে আর বোলিং করতে পারেননি এই অফস্পিনার। শেষ হয়ে যায় এশিয়া কাপ। তার জায়গায় নেওয়া হয় মাহমুদুল্লাহ রিয়াদকে। কাল রিয়াদকে খেলানো হয়েছে বোলিং অলরাউন্ডার হিসেবে। অথচ একসময় রিয়াদ খেলতেন ব্যাটিং অলরাউন্ডার হিসেবে। কাল বসিয়ে দেওয়া হয় পেসার রুবেল হোসেন, বাঁ হাতি স্পিনার আরাফাত সানী, ওপেনার শামসুর রহমান শুভ ও নাঈম ইসলামকে। শামসুরের জায়গায় একাদশে আসেন বাঁ হাতি ওপেনার ইমরুল কায়েশ। তিন ম্যাচের নিষেধাজ্ঞা শেষে খেলছেন সাকিব আল হাসান। রুবেলের জায়গায় পেসার আল-আমিন। পাঁচ ক্রিকেটারের পরিবর্তনের ব্যাখ্যায় প্রধান নির্বাচক ফারুক আহমেদ বলেন, ‘পরিবর্তন করা হলেও টিম কম্বিনেশন কিন্তু ঠিক রাখা হয়েছে’।
আফগানিস্তান ম্যাচে আরাফাত ১০ ওভারে ৪৪ রানের খরচে উইকেট নিয়েছিলেন ২টি। রাজ্জাক রাজের বোলিং ফিগার ছিল ১০-১-৫৭-০। অথচ কাল একাদশে সানিকে বসিয়ে খেলানো হচ্ছে রাজ্জাককে। এর ব্যাখ্যায় প্রধান নির্বাচক বলেন, ‘সানি ভালো বোলিং করেছেন। কিন্তু পাকিস্তান ম্যাচে আমরা অভিজ্ঞতার কথা বিবেচনা করে রাজ্জাককে নিয়েছি’। আফগান ম্যাচে ১০ ওভারে ৬১ রান দিয়েছিলেন রুবেল। মাশরাফি বিন মর্তুজা না থাকায় দলের মূল স্ট্রাইক বোলার এই রুবেল। কাল তাকেও বিশ্রাম দেওয়া হয়। তার জায়গায় নেওয়া হয়েছে আল-আমিনকে। রুবেলকে বিশ্রাম দেওয়া হয়েছে বলে জানান ফারুক, ‘রুবেলকে সুস্থ রাখার জন্য বিশ্রাম দেওয়া হয়েছে’। তবে নাঈম ও শামসুরকে বাদ দেওয়ার পরোক্ষ কারণ শাস্তি। আফগানিস্তান ম্যাচে পাঁচ ক্রিকেটার শামসুর, নাঈম, সোহাগ, নাসির হোসেন ও রাজ্জাক রাজের শারীরিক ভাষা নিয়ে প্রশ্ন উঠেছিল। খেলার মধ্যে মনোযোগের অভাব থাকায় তাদের সতর্ক করে বিসিবি। সতর্কের ধারা ধরেই কাল একাদশ থেকে বাদ হয়েছেন নাঈম ও শামসুর। তবে প্রধান নির্বাচক দুই ক্রিকেটারের বাদ পড়ার ব্যাখ্যায় বলেন, ‘এদের একাদশে রাখা হয়নি মূলত বাজে পারফরম্যান্সের জন্য’।
আসলে হারতে হারতে দলের মানিসক অবস্থা এতটাই নাজুক যে জরুরি হয়ে পড়েছিল পরিবর্তন। কাল তা করল টিম ম্যানেজমেন্ট।
শিরোনাম
- বোয়ালমারীতে ফ্যাসিস্ট আ. লীগ নেতা মতি কাজী গ্রেপ্তার
- তিউনিসিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ৩৪ বছরের কারাদণ্ড
- বগুড়ায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- বাংলাদেশকে পুতুলরাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগ: আখতার
- গণমাধ্যমের প্রতি আস্থা ফেরাতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে : কাদের গনি চৌধুরী
- শার্শায় সেপ্টেম্বর অন যশোর রোড মনুমেন্ট উদ্বোধন
- ‘ডিএনসিসির সঙ্গে কাজ করবে ডিএমপি, রাজউক ও এমআরটি’
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে এমএস ও পিএইচডি কোর্স চালুকরণে কর্মশালা
- এনএসডিএ ও বাউবির সমঝোতা চুক্তি সই
- এপ্রিলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত রংপুরে
- র্যাংকিংয়ে আয়ারল্যান্ডের কাছে জায়গা হারাল বাংলাদেশ
- চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটে রপ্তানি কার্যক্রম দ্রুত করতে পদক্ষেপ
- ‘যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল তাদের মূল্যায়ন করতে হবে’
- সাকিবকে আওয়ামী লীগে যোগ না দিতে উপদেশ দিয়েছিলেন মেজর হাফিজ
- শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী শুটার বিপু গ্রেফতার
- মারধরের পর পল্লী চিকিৎসককে তুলে নেওয়ার অভিযোগ
- টুঙ্গিপাড়ায় ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক
- ক্রিকেট বোর্ডে কাদের থাকা উচিত, জানালেন তামিম
- চাঁপাইনবাবগঞ্জের আম দেশের ২৫ জেলায় পৌঁছে দিবে ডাক বিভাগ
- আওয়ামী প্রোপাগান্ডা মেশিন আছে অনলাইনে এবং অফলাইনে : ব্যারিস্টার ফুয়াদ
একাদশে পাঁচ পরিবর্তন বিস্ময়
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর