যে মাঠ তাঁকে চিনিয়েছে, যে মাঠে ব্যাট হাতে নেমে গড়েছেন একের পর এক রেকর্ড সেই কেপ টাউনের মাঠেই ক্রিকেট জীবনের শেষ ইনিংস খেল লেন দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ।
সোমবারই ঘোষণা করেছিলেন এই মাঠেই তিনি শেষ করতে চান তাঁর টেস্ট ক্যারিয়ার। যে মাঠে ১৮ বছর বয়সে শুরু করেছিলেন। যেমন বলা তেমন কাজ।
অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে তথা তাঁর জীবনের শেষ ইনিংসে তিন বলে তিন রান করে আউট হয়ে মাঠ ছাড়লেন এই ক্রিকেটার। সঙ্গে ছিল সতীর্থদের পাশাপাশি অস্ট্রেলিয়া দলেরও গার্ড অফ অনার।