প্রথম তিন ম্যাচে বোলিং-ফিল্ডিং দেখে অনেকেই বলেছিলেন, আফগানদের গায়ে অস্ট্রেলিয়ার জার্সি পরিয়ে দিলেও হয়তো বে-মানান হবে না। কিন্তু সেই আফগানিস্তানকে কাল খুঁজেই পাওয়া গেল না। ব্যাটিং তাদের দুর্বলতা ছিলই। ভারতের বিরুদ্ধে বোলিংয়েও তারা প্রতিরোধ গড়তে পারেনি। আট উইকেটের সহজ জয় পেয়ে যায় কোহলির দল।
আগের রাতে বাংলাদেশকে হারিয়েই শ্রীলঙ্কার পর দ্বিতীয় হিসেবে ফাইনাল নিশ্চিত করেছিল পাকিস্তান। তাই কাল ভারত-আফগানিস্তান ম্যাচটি ছিল আনুষ্ঠানিকতা মাত্র। আর গুরুত্বহীন এই ম্যাচে আফগানদের পাত্তাই দেয়নি ভারত।
কাল মিরপুরে টস জিতে আফগানদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান ভারতের অধিনায়ক বিরাট কোহলি। স্পিনারদের ঘূর্ণিতে ৪৫.২ ওভারে ১৫৯ রানেই গুটিয়ে যায় আফগানিস্তানের ইনিংস। সর্বোচ্চ ৫০ রান আসে সেনওয়ারীর ব্যাট থেকে। ভারতের দুই স্পিনার রবীন্দ্র জাদেজা (৪টি) ও রবিচন্দন অশ্বিন (৩টি) মিলে নেন আফগানদের সাত উইকেট। আরেক স্পিনার প্রজ্ঞান ওঝা মাত্র এক উইকেট পেলেও ১০ ওভারে রান দিয়েছেন মাত্র ২১। ব্যাটিংয়ের মতো কাল বোলিংয়েও নিষ্প্রভ ছিল আফগানরা। তাই তো ৩২.২ ওভারে দুই উইকেট হারিয়ে ১৬০ রান করে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় ভারত। দুই ওপেনার শেখর ধাওয়ান ও অজিঙ্কা রাহানে হাফ সেঞ্চুরি করেছেন। ম্যাচ শেষে ভারতের অধিনায়ক বিরাট কোহলি বলেন, ‘এই ম্যাচ নিয়ে কোনো চাপ ছিল না। আমাদের ভুলের কারণে আগেই ফাইনালে চলে গেছে পাকিস্তান ও শ্রীলঙ্কা। তবে এ ম্যাচে অনেকেই তাদের আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। রাহানের পারফরম্যান্সে উত্থান-পতন ছিল। সে ভালো করেছে। স্পিনাররা সবাই ভালো বোলিং করেছে।’ আফগানিস্তানের অধিনায়ক মোহাম্মদ নবী বলেন, ‘এই টুর্নামেন্ট ছিল আমাদের জন্য বিশাল কিছু। আমরা বাংলাদেশের টেস্ট খেলুড়ে দলকে হারিয়েছি। ওই জয়ের পর আমাদের দেশের মানুষ অনেক উল্লাস করেছে। তা ছাড়া আমরা অন্তত এটা প্রমাণ করতে পেরেছি যে টেস্ট খেলুড়ে দলগুলোর পর এশিয়ায় আমরাই সেরা দল।’ সুতরাং বাকি ম্যাচগুলো হারলেও আমরা খুশি।
শিরোনাম
- বোয়ালমারীতে ফ্যাসিস্ট আ. লীগ নেতা মতি কাজী গ্রেপ্তার
- তিউনিসিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ৩৪ বছরের কারাদণ্ড
- বগুড়ায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- বাংলাদেশকে পুতুলরাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগ: আখতার
- গণমাধ্যমের প্রতি আস্থা ফেরাতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে : কাদের গনি চৌধুরী
- শার্শায় সেপ্টেম্বর অন যশোর রোড মনুমেন্ট উদ্বোধন
- ‘ডিএনসিসির সঙ্গে কাজ করবে ডিএমপি, রাজউক ও এমআরটি’
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে এমএস ও পিএইচডি কোর্স চালুকরণে কর্মশালা
- এনএসডিএ ও বাউবির সমঝোতা চুক্তি সই
- এপ্রিলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত রংপুরে
- র্যাংকিংয়ে আয়ারল্যান্ডের কাছে জায়গা হারাল বাংলাদেশ
- চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটে রপ্তানি কার্যক্রম দ্রুত করতে পদক্ষেপ
- ‘যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল তাদের মূল্যায়ন করতে হবে’
- সাকিবকে আওয়ামী লীগে যোগ না দিতে উপদেশ দিয়েছিলেন মেজর হাফিজ
- শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী শুটার বিপু গ্রেফতার
- মারধরের পর পল্লী চিকিৎসককে তুলে নেওয়ার অভিযোগ
- টুঙ্গিপাড়ায় ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক
- ক্রিকেট বোর্ডে কাদের থাকা উচিত, জানালেন তামিম
- চাঁপাইনবাবগঞ্জের আম দেশের ২৫ জেলায় পৌঁছে দিবে ডাক বিভাগ
- আওয়ামী প্রোপাগান্ডা মেশিন আছে অনলাইনে এবং অফলাইনে : ব্যারিস্টার ফুয়াদ
হেরেও খুশি আফগানিস্তান
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর