সাফ ফুটবলের পুনরাবৃত্তি ঘটল গোয়াতেও। এগিয়ে থেকে শেষ মুহূর্তে গোল খেয়ে বাংলাদেশকে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে। নেপালে অনুষ্ঠিত সাফ চ্যাম্পিয়নশিপে প্রথমে গোল করেও ভারতকে হারাতে পারিনি বাংলাদেশ। গতকাল গোয়াতে দুই দেশের প্রীতিম্যাচটি ২-২ গোলে ড্র হয়েছে। ম্যাচের ১৫ মিনিটে সুনিল ছেত্রীর গোলে ভারত প্রথমে এগিয়ে যায়। অবশ্য তার ৫ মিনিট আগে গোলের সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেনি স্বাগতিকরা। গোল খাওয়ার পর বাংলাদেশ মরিয়া হয়ে লড়তে থাকে। একের পর এক আক্রমণ চালিয়ে ভারতের রক্ষণভাগকে দিশেহারা করে ফেলে। ২৩ মিনিটে বক্সে কাছে ফ্রি-কিক পেয়েও গোল করতে পারেননি জাহিদ হাসান এমিলি। তার শট বারের উপর দিয়ে চলে যায়। প্রথমার্ধে না পারলেও দ্বিতীয়ার্ধে ৬ মিনিটে খেলার সমতা ফেরায় বাংলাদেশের মিঠুন চৌধুরী। এ সময় বাঁ প্রান্ত দিয়ে সোহেল রানার ক্রসে এমিলি বোকা বানিয়েছেন প্রতিপক্ষের ফুটবলারদের। তিনি বল না ধরে ফাঁকায় দাঁড়ানো মিঠুন চৌধুরীর উদ্দেশ্যে বল ছেড়ে দিয়েছিলেন। ভুল করেননি মিঠুন। ফাঁকা পোস্টে বল জড়িয়ে সমতা এনে দিয়েছেন দলকে (১-১)। ৬৪ মিনিটে হেমন্ত ভিনসেন্টের ক্রস ক্লিয়ার করতে গিয়ে নিজেদের জালে বল জড়িয়েছেন ভারতে ডিফেন্ডার অর্ণব কুমার ম্লল। ২-১ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। দ্বিতীয়ার্ধের পাঁচ মিনিট ইনজুরি টাইম দেওয়া হয়। ইনজুরির দ্বিতীয় মিনিটে লং বল সুনীল ছেত্রী দুই ডিফেন্ডারের মধ্য থেকে বলের নিয়ন্ত্রণে রেখে বাম পায়ের কোনাকুনি শটে ম্যাচে সমতা আনেন। এর দুই মিনিট পর বাংলাদেশের পাল্টা আক্রমণ রোখার জন্য ভারতের গোলরক্ষক সুব্রত বক্স থেকে বেরিয়ে এসে তকলিসকে বাঁধা দেওয়ার চেষ্টা করেন। তকলিস বলের উপর নিয়ন্ত্রণ রেখে ডান পায়ে দুর্দান্ত শট নিলে তা বাইরে চলে যায়। শেষ পর্যন্ত ম্যাচ ২-২ গোলেই ড্র থাকে।