টনিক
৩২৬ করেও এশিয়া কাপে পাকিস্তানকে হারাতে পারেনি বাংলাদেশ। এই হারে দলের ক্রিকেটাররাসহ ক্রীড়ামোদীরা হতাশায় ভেঙে পড়েছেন। ১৯৯৯ সালে বিশ্বকাপের পর কোনোভাবেই পাকিস্তানকে হারানো যাচ্ছে না। ২০১২ এশিয়া কাপ ফাইনালে মাত্র ২ রানে হেরে যায় টাইগাররা। এবারও সুবর্ণ সুযোগ পেয়ে কাজে লাগানো যায়নি। ম্যাচটা জিততে পারলে মানসিকভাবে ভেঙে পড়া টাইগাররা আবার উজ্জীবিত হয়ে উঠত। না, কেউ কেউ আবার বলছেন, পাকিস্তানের বিপক্ষে ম্যাচ জিততে না পারলেও ব্যাটে বলে যে নৈপুণ্য প্রদর্শন করেছে তাতে দেশবাসী সন্তুষ্ট। আশা করা যাচ্ছে এ লড়াকু মনোভাব সামনে টি-২০ বিশ্বকাপে টনিক হিসেবে কাজ করবে।
হিড়িক
ক্রীড়া সংগঠক বা ক্রীড়াবিদদের রাজনৈতিক কোনো দলে যোগ দেওয়াটা নতুন কোনো ঘটনা নয়। গতকাল বেশ ক'জন ফুটবলার বিএনপিতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। অনেকে বলছেন, খেলা অবস্থায় কারো রাজনীতিতে প্রবেশ করাটা ঠিক নয়। যাক বিএনপিতে যখন যোগ দিয়েছে এখন বিএনপি, আওয়ামী লীগ বা জাতীয় পার্টিতে যোগ দিতে ক্রীড়াবিদদের হিড়িক পড়ে যাবে।
শেখ জামাল নিশ্চিত
আইএফএ শিল্ডে চ্যাম্পিয়ন না হলেও শেখ জামালের পারফরম্যান্স ভারত জুড়েই প্রশংসা পেয়েছে। এর পরও দলের বড় একটা ক্ষতি হয়ে গেছে। কারণ তারা সামনের মৌসুমের হাইতির ফুটবলার সনি নর্দেকে পাচ্ছে না। সনি এ ব্যাপারে কিছুই বলছেন না। কিন্তু শেখ জামালের কর্মকর্তারা নাকি নিশ্চিত হয়ে গেছেন সনি আর থাকছেন না। আর এতে করে মনে ভয়ও ঢুকে গেছে। কারণ লিগের ম্যাচগুলোতে সনি আর মনোযোগ সহকারে খেলবেন কিনা!
দুর ভাই
গতকাল ভারতের গোয়াতে বাংলাদেশ ও ভারতের আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আগে যেখানে হোক না কেন, দুদলের ফুটবল লড়াই হলে উত্তেজনার শেষ থাকত না। এখন সেই দিন আর নেই। ম্যাচের কথা উঠতেই গতকাল জাতীয় দলের সাবেক এক অধিনায়ককে ক্ষুব্ধ ভাষায় বললেন, দুর ভাই এখন বাংলাদেশের ফুটবলের খোঁজ-খবর কেউ কি রাখে।
২৮ বছর পূর্তি
মনসুর স্পোটিং ক্লাবের ২৮ বছর পূর্তি পূর্ণ হলো। এ উপলক্ষে এক প্রদর্শনী ম্যাচে মনসুর স্পোর্টিং ক্লাব ৫-২ গোলে সবুজ সংঘকে পরাজিত করে। উল্লেখ মনসুর স্পোর্টিং থেকেই দেশের অনেক খ্যাতিমান ফুটবলারের অভিষেক ঘটেছিল।