এশিয়া কাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে অনেকটা সর্তকতার সাথে খেলছে টাইগাররা। উদ্বোধনী জুটিতে মুমিনুল হক ও শামসুর রহমান শুভ ১৪ ওভারে ৫০ পেরিয়ে যায়। কিন্তু বেশিক্ষণ টিকতে পারলেন না শামসুর রহমান। অজন্তা মেন্ডিসের বলে ব্যাট করতে গিয়ে আউট হয়ে তিনি। বাংলাদেশের সংগ্রহ তখন ১৮ ওভার ২ বলে ৭৪ রান।
এর কিছুক্ষণ পর শামসুরের পথে হাঁটলেন মুমিনুলও। ১৯তম ওভারে অজন্তা মেন্ডিসের বলে আউট হন তিনিও।
এ প্রতিবেদন লেখা পর্যন্ত একপ্রান্তে ব্যাট করছেন মুশফিকুর রহিম এবং অন্যপ্রান্তে আছেন আনামুল হক বিজয়। বাংলাদেশের সংগ্রহ ২১ ওভার ২ বলে ২ উইকেট হারিয়ে ৮৫ রান।
এদিকে, নিয়ম রক্ষার এই ম্যাচে বাংলাদেশ ওপেনার ইমরুল কায়েসকে পাচ্ছে না। চোটগ্রস্ত হওয়ার তার বদলে স্কোয়াডে ফিরেছেন শামসুর রহমান। বাদ পড়েছেন আবদুর রাজ্জাক। তার বদলে একাদশে ফিরেছেন আরাফাত সানি। শ্রীলঙ্কা বিশ্রাম দিয়েছে লাসিথ মালিঙ্কাকে, খেলবেন না দিনেশ চান্ডিমালও।
বাংলাদেশ দল:
শামসুর রহমান, আনামুল হক বিজয়, মুমিনুল হক, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, নাসির হোসেন, জিয়াউর রহমান, মাহমুদুল্লাহ রিয়াদ, আরাফাত সানি, রুবেল হোসেন ও আল-আমিন হোসেন।
শ্রীলঙ্কা দল:
কুশল পেরেরা, লাহিরু থিরিমান্নে, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়বর্ধনে, আশান প্রিয়াঞ্জন, অ্যাঞ্জোলো ম্যাথুস, চতুরঙ্গ ডি সিলভা, তিসারা পেরেরা, সচিত্র সেনানায়েক, অজন্তা মেন্ডিস ও সুরাঙ্গা লাকমল।