স্বপ্ন স্বপ্নই। স্বপ্ন কারো ধরা বাঁধা নিয়মে চলে না। স্বপ্ন কখনো বাস্তবও হয় না। বাস্তবতার সঙ্গে তার দূরত্ব যোজন যোজন। বাংলাদেশে জয়টাও এখন স্বপ্নই হয়ে গেছে। গত দুই বছরের ধারাবাহিকতায় ওয়ানডেতে জয়টাকে অনেক বেশি ‘বাস্তব’ মনে হচ্ছিল। কিন্তু শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বি-পক্ষীয় সিরিজ এবং এশিয়া কাপে জয়টা হয়ে থাকল অধরা। কাল শেষ ম্যাচে প্রত্যাশা ছিল না, ছিল না বাড়তি কোনো চাপও। তারপরেও তো বাংলাদেশ পারল না। জয়ের সুবাস পেয়েও টাইগাররা শ্রীলঙ্কার কাছে হেরে গেল ৩ উইকেটে। ব্যর্থতার ষোলকলা পূর্ণ করেই এশিয়া কাপ থেকে শূন্য হাতে বিদায় নিল মুশফিকরা।
ক্রিকেট অনিশ্চয়তার খেলা। কিন্তু বাংলাদেশের দুর্বোধ্য পারফরম্যান্স তো ক্রিকেটের অনিশ্চিয়তার রূপকে করে তুলেছে রীতিমতো রহস্যময়! প্রথম ম্যাচে ভারতের বিরুদ্ধে যে দলটি ২৭৯ রান করল, তারাই কিন্তু আফগানিস্তানের মতো ‘ক্রিকেট শিশু’র দেওয়া ২৫৫ রানের টার্গেটও টপকাতে পারল না। ওই ম্যাচে প্যাকেট হয়ে যায় মাত্র ২২২ রানেই। আবার পরে ম্যাচেই পাকিস্তানের বিরুদ্ধে কী নান্দনিক ব্যাটিং। ৩২৬ রানের রেকর্ড স্কোর। সাঈদ আজমল, শহীদ আফ্রিদি, ওমর গুলের মতো বোলাররা টাইগারদের ব্যাটিংয়ের কাছে পাত্তাই পেল না। অথচ কাল লাসিথ মালিঙ্গা অনুপুস্থিতিতে খর্ব শক্তির শ্রীলঙ্কা দলের বোলিংয়েই যেন ভেঙে পড়ল বাংলাদেশ। ৫০ ওভারে ৯ উইকেটে মাত্র ২০৪ রান। সত্যিই বিস্ময়কর!
সকালের টগবগে লাল সূর্যটা দেখে কি আর সব সময় ঝড়ে তছনছ হওয়া বিকালের পরিস্থিতি বোঝা যায়! কাল দুই ইনিংসেই বাংলাদেশের শুরুটা ছিল স্বপ্নের মতো। তারপরেও তো ফল সেই হতাশার, পরাজয়। ব্যাটিংয়ে পাওয়ার প্লে-র প্রথম ১০ ওভারে বিনা উইকেটে ৩৯ রান। ওপেনিং জুটিতে এনামুল হক বিজয় ও শামসুর রহমান শুভ মিলে ৭৪ রানের গড়েন পার্টনারশিপ। দারুণ এই শুরুর পরেও তো ইনিংস শেষে হতাশার চিত্র। বোলিংয়ের শুরুটা তো ছিল আরও দুর্দান্ত। মাত্র ৮ রানেই লঙ্কানদের প্রথম তিন উইকেটের পতন। কৌশল পেরেরা, কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের বিদায়ে আশা জেগেছিল। ৪৭ রানে প্রিয়ঞ্জন ও ৭৫ রানে থিরিমান্নেকে প্যাভিলিয়নে পাঠিয়ে দেওয়ার পর মনে হচ্ছিল জয়টা যেন সময়ের ব্যাপার। কিন্তু একের এক উইকেট শিকারের সুযোগ নষ্ট করে শ্রীলঙ্কাকে যেন জয়টা উপহারই দিলেন টাইগাররা!
১৫৫ রানের মাথায় সাকিবের বলে ফাইন লেগে সহজ ক্যাচ মিস করেন আল আমীন। ১৬৪ রানের মাথায় রান আউট মিস করেন নাসির হোসেন। ১৭০ রানে মাহমুদুল্লার বলে উইকেটের পেছনে ক্যাচ মিস করেন বিজয়। ব্যর্থতার মিছিলের দিনে ৭৪ রানের হার না মানা ইনিংস খেলে শ্রীলঙ্কাকে একাই টেনে নিয়ে জয়ের বন্দের পৌঁছে দেন অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথুস। ম্যাচ সেরাও তিনি। তবে ছোট পুঁজিকে সামনে রেখেও লড়াই করার দুঃসাহস দেখানোর জন্য প্রশংসা পেতে পারেন বোলাররা। ব্যাটিংয়ে বাংলাদেশের ইনিংসে সুখের ছবি বলতে এনামুল-শামসুরের ৭৪ রানের উদ্বোধনী জুটিটাই। তারপর হঠাৎ ছন্দপতন। ৭৪ থেকে ১১৯, এই ৪৫ রানের মধ্যেই টপ অর্ডারের পাঁচ ব্যাটসম্যানকে হারিয়ে টাইগারদের ইনিংস ধ্বংসস্তূপ! একে একে শামসুর, মমিনুল, মুশফিক, এনামুল, সাকিব আউট হয়ে মাথা নিচু করে ড্রেসিং রুমে ফিরছিলেন। ষষ্ঠ উইকেটে নাসিরের সঙ্গে মাহমুদুল্লাহর ৫৫ রানের জুটিটি ম্যাচে খানিকটা প্রাণ নিয়ে আসে। কিন্তু লোয়ার অর্ডারে আবারও সেই ব্যর্থতার মিছিল।
কাল বাংলাদেশের ইনিংসে কোনো হাফ সেঞ্চুরি নেই। সর্বোচ্চ ৪৯ রান এসেছে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান বিজয়ের ব্যাট থেকে। আর শামসুর রহমানের ৩৯ রান। পুরো ইনিংসে ছক্কা মাত্র একটি। বাউন্ডারিও তো তেমন হয়নি। মাত্র ১৫টি। আর ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট ছিল সর্বোচ্চ ৮৫। শেষ দিকে তো ব্যাটসম্যানরা রানের চেয়ে ৫০ ওভার উইকেটে টিকে থাকাকেই শ্রেয় মনে করছিলেন। শেষ ওভারেও তারা ডিফেন্স করছিলেন অভিনব কায়দায়। ওয়ানডের ব্যাটিংয়ে যা রীতিমতো হাস্যকর।
শিরোনাম
- বোয়ালমারীতে ফ্যাসিস্ট আ. লীগ নেতা মতি কাজী গ্রেপ্তার
- তিউনিসিয়ার সাবেক প্রধানমন্ত্রীর ৩৪ বছরের কারাদণ্ড
- বগুড়ায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন
- বাংলাদেশকে পুতুলরাষ্ট্রে পরিণত করেছে আওয়ামী লীগ: আখতার
- গণমাধ্যমের প্রতি আস্থা ফেরাতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করতে হবে : কাদের গনি চৌধুরী
- শার্শায় সেপ্টেম্বর অন যশোর রোড মনুমেন্ট উদ্বোধন
- ‘ডিএনসিসির সঙ্গে কাজ করবে ডিএমপি, রাজউক ও এমআরটি’
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে এমএস ও পিএইচডি কোর্স চালুকরণে কর্মশালা
- এনএসডিএ ও বাউবির সমঝোতা চুক্তি সই
- এপ্রিলে স্বাভাবিকের চেয়ে বেশি বৃষ্টিপাত রংপুরে
- র্যাংকিংয়ে আয়ারল্যান্ডের কাছে জায়গা হারাল বাংলাদেশ
- চট্টগ্রাম কাস্টমস বন্ড কমিশনারেটে রপ্তানি কার্যক্রম দ্রুত করতে পদক্ষেপ
- ‘যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে ছিল তাদের মূল্যায়ন করতে হবে’
- সাকিবকে আওয়ামী লীগে যোগ না দিতে উপদেশ দিয়েছিলেন মেজর হাফিজ
- শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সহযোগী শুটার বিপু গ্রেফতার
- মারধরের পর পল্লী চিকিৎসককে তুলে নেওয়ার অভিযোগ
- টুঙ্গিপাড়ায় ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনে জেলা প্রশাসক
- ক্রিকেট বোর্ডে কাদের থাকা উচিত, জানালেন তামিম
- চাঁপাইনবাবগঞ্জের আম দেশের ২৫ জেলায় পৌঁছে দিবে ডাক বিভাগ
- আওয়ামী প্রোপাগান্ডা মেশিন আছে অনলাইনে এবং অফলাইনে : ব্যারিস্টার ফুয়াদ
শূন্য হাতে টাইগারদের বিদায়
মেজবাহ্-উল-হক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর