অনেক দিন থেকেই ফর্মহীনতায় ভুগছিলেন পাকিস্তানের অলরাউন্ডার শহীদ আফ্রিদি। বোলিংয়ে দুর্দশা, ব্যাটেও রান ছিল না। কিন্তু বাংলাদেশে এসে দুই দুটি হেরে যাওয়া ম্যাচে পাকিস্তানকে জিতিয়ে দিয়ে নায়ক বনে গেলেন। এখানকার দর্শকদের কাছ থেকেই পেয়েছেন অভাবনীয় সাড়া। বাংলাদেশের খেলার দিন যেখানে গ্যালারিতে লাল-সবুজ পতাকা দেখা যায় না বললেই চলে সেখানে পাকিস্তানের ম্যাচের দিন চাঁদ-তারা পতাকায় সয়লাব স্টেডিয়াম। নিজের দানবীয় ব্যাটিং এবং দর্শকের এই ভালোবাসা অভিভূত ‘বুমবুম’। কাল মিরপুরে অনুশীলন করতে এসে জানালেন তার মুগ্ধতার কথা। তবে বাংলাদেশ ও ভারতের বিরুদ্ধে জয়টাকে খানিকটা কূটনৈতিক রূপ দেওয়ারও চেষ্টা করেন আফ্রিদি। তিনি বলেন, ‘দুইটা ম্যাচেই জয় পাওয়া পাকিস্তানের জন্য খুবই দরকার ছিল।  কেন বাংলাদেশ ও ভারতের বিরুদ্ধে জয় পাওয়া দরকার ছিল তার অনেক কারণ আছে। তবে তা আমি এখানে বিস্তারিত বলতে পারব না। শুধু এটুকু বলব আমার জন্য এবং আমার দেশের জন্য দুই দেশের বিরুদ্ধে জয় পাওয়াটা খুবই গুরুত্বপূর্ণ ছিল।’
	বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচে আফ্রিদি যখন ব্যাট হাতে নামেন, তখন ম্যাচটা প্রায় হাত ছাড়াই হয়ে যাচ্ছিল পাকিস্তানের। কিন্তু মাত্র ২৫ বলে ৫৯ রানের টর্নেডো ইনিংস খেলে পরিস্থিতি বদলে ফেলেন। শেষ পর্যন্ত জিতেই যায় পাকিস্তান। আফ্রিদি বলেন, ‘আমি আগেই বলেছি এই সিরিজটা আমাদের কাছে অনেক বেশি গুরুত্বপূর্ণ। এরপরেই শুরু হচ্ছে টি-২০ বিশ্বকাপ। আমি ভালো সময়ই ফর্মে ফিরেছি। যখন আমাদের দরকার ছিল ১০২ রান তখন ভীষণ চাপে ছিলাম আমরা। ওভারে ৯-১০ করে রান দরকার ছিল। কিন্তু সেদিন আমার ভেতর কেমন যেন আলাদা আত্মবিশ্বাস ছিল। আমার মনে হয়েছে আমি পারব। তার আগের ম্যাচেই আমি ভীষণ চাপের মধ্যেও ভালো ব্যাটিং করেছি। তাছাড়া আমি যে স্থানে ব্যাটিং করি সেখানে সবসময়ই চাপ থাকে। শেষ পর্যন্ত আমি পেরেছি।’
	ফাইনালেও কি এমন বিধ্বংসী রূপে দেখা যাবে আপনাকে? এমন প্রশ্নে আফ্রিদি বলেন, ‘এটা বলা কঠিন যে, প্রতিদিনই ভালো ব্যাটিং করব। কিন্তু আমার আসল লক্ষ্য বোলিংয়ের দিকে নজর দেওয়া। তবে আমি আমার দলের জন্য এবং আমার নিজের জন্য পরিস্থিতি বুঝে ভালো ব্যাটিং কিংবা বোলিং করতে প্রস্তুত। আমার ভালো লাগছে এই ভেবে যে, আমি আমার দলের জন্য কিছু দিতে পেরেছি।’
	
	 
শিরোনাম
                        - শার্শা আসনে বিএনপির প্রার্থী তৃপ্তি
 - আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
 - চট্টগ্রামের ১০টি আসনে নতুন মুখ ৫ জন
 - জানাজা থেকে গৃহবধূর লাশ গেল মর্গে, পালালেন স্বামী-শ্বশুর
 - নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী
 - আমেরিকা থেকে এলো গমবোঝাই জাহাজ
 - এক নজরে বিএনপি প্রার্থীদের তালিকা
 - চট্টগ্রাম সমিতি ঢাকা’র নির্বাচন ৫ ডিসেম্বর
 - কেদারপুরে যুব সমাজের স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত
 - মনোনয়ন পেলেন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ
 - টঙ্গীতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা
 - জামায়াত আমিরের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম
 - সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন যারা
 - টাঙ্গাইলে গ্রামীণ রাস্তায় জনদুর্ভোগ, স্বাধীনতার ৫৩ বছরেও পাকাকরণ হয়নি
 - কিশোরগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন ফজলুর রহমান
 - নেত্রকোনা-৪ আসনে বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী বাবর
 - সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থী ইলিয়াসপত্নী লুনা
 - তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী ব্যানার্জি
 - বগুড়া-৬ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান
 - নির্বাচনে বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসন থেকে লড়বেন খালেদা জিয়া
 
বাংলাদেশে এসে মুগ্ধ আফ্রিদি
                        
                        
                                                     ক্রীড়া প্রতিবেদক
                        
                        
                    
                                        
                        
                            
                            প্রিন্ট ভার্সন
                        
                    
                                                            
                    
                        এই বিভাগের আরও খবর
                    
                    
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                                                                                        
                                        
    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    
                                    
                                                            
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                                                                                                
                                        
    
                                                                                                                                                                                                                                            
                                                    
                                
  
                            
                        
                                                                            
                                            
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        
                                    
                                                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                                    
                            
                            
                                            
                                            
                            
    
                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                    
                        
                                    
            
                        
                            সর্বশেষ খবর