জয়ের কথা ভুলেই গেছেন মুশফিকরা। টাইগার ক্রিকেটারদের হারের বেদনায় মুহ্যমান ক্রিকেটপাগল বাঙালি। হারের বৃত্ত কোনোভাবেই ভাঙতে পারছে না টাইগাররা। মুশফিকরা যখন পুরোপুরি ব্যর্থ, তখন কিন্তু দেশের মুখ উজ্জ্বল করছেন সালমা খাতুনরা। মুশফিক, সাকিবরা যেখানে পারেননি, সেখানে সালমারা সিরিজ জিতেছেন পাকিস্তান মহিলা ক্রিকেট দলের বিপক্ষে। প্রথম ম্যাচ জিতেছিলেন ৪৩ রানে। কাল জিতলেন ৩ উইকেটে।
এশিয়া কাপের ঢামাঢোলে আড়ালেই পড়ে গেছে বাংলাদেশ-পাকিস্তান মহিলা ক্রিকেট ওয়ানডে সিরিজ। মিরপুরে মুশফিকরা যখন ৩২৬ রান করেও হেরে যান শহীদ আফ্রিদির ঝড়ের কাছে, সেদিন পাকিস্তান মহিলা ক্রিকেটারদের হারিয়েছিলেন সালমারা। কাল কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে লতা মণ্ডল, পান্না ঘোষ, রুমানা আহমেদ ও সোহেলী আক্তারদের আগ্রাসী বোলিংয়ে ৪৬.১ ওভারে ৮৭ রানে গুটিয়ে যান সানা মীররা। স্বাগতিক দলের নিয়ন্ত্রিত বোলিংয়ে পাকিস্তানের মাত্র দু'জন ব্যাটসম্যান দুই অঙ্কের রান করেন। নাঈন আবিদি সর্বোচ্চ ২৮ রান করেন ৭৮ বলে ৩ চারে এবং অধিনায়ক সানা ১৮ রান করেন ৬৮ বলে ১ চারে। এছাড়া তৃতীয় সর্বোচ্চ ১২ রান আসে অতিরিক্ত খাত থেকে। স্পিনার সোহেলী ৩ উইকেট নেন ৮ ওভারের স্পেলে মাত্র ১৩ রানের খরচে। এছাড়া ২টি করে উইকেট নেন লতা, পান্না ও রুমানা। তবে সবচেয়ে মিতব্যয়ী বোলিং করেন পান্না, ৭ ওভারে রান দেন মাত্র ৯। টার্গেট মাত্র ৮৮ রান। ওভার প্রতি দুই রানেরও কম। এই টার্গেকে খেলতে নেমে ১৩ রানে সাজঘরে ফিরেন ওপেনার শারমীন সুলতানা। এরপর দ্বিতীয় উইকেট জুটিতে ৩৭ রান যোগ করে দলকে শক্ত ভিত দেন আয়েশা রহমান ও ফারজানা হক। দলীয় ৫০ রানে সাজঘরে ফিরেন আয়েশা ব্যক্তিগত ২৯ রান করে। ৯০ বলের ইনিংসটিতে ছিল ৪টি চার। এরপর দ্রুত দুটি উইকেট হারিয়ে সালমাবাহিনী কিছুটা কোণঠাসা হয়ে পড়লেও পান্না ঘোষ ১৭ বলে ৩ চারে ১৬ রান করলে মহিলা ক্রিকেট দল ১৫.১ ওভার আগেই জয়ের প্রয়োজনী ৮৮ রান তুলে নেয়। পাকিস্তানকে ম্যাচে টিকিয়ে রেখেছিলেন অধিনায়ক সানা ২৬ রানে ৪ উইকেট নিয়ে। প্রথম ম্যাচে সালমারা ১৫২ রান করেছিলেন। পাকিস্তান করেছিল ১০৯ রান। ওয়ানডে সিরিজ জেতার পর সালমারা কাল একমাত্র টি-২০ ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে। এরপর ভারতীয় মহিলা দলের সঙ্গে দুটি টি-২০ ম্যাচ খেলবে বাংলাদেশ। প্রথমটি ৯ মার্চ এবং পরেরটি ১১ মার্চ। ম্যাচগুলো হবে টি-২০ বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে।
স্কোর কার্ড
পাকিস্তান মহিলা দল : ৮৭/১০ ৪৬.১ ওভার ( নাঈন আবিদি ২৮, সানা মীর ১৮। লতা মণ্ডল ২/১৫, পান্না ঘোষ ২/৯, রুমানা আহমেদ ২/২১, সোহেলী আক্তার ৩/১৩)।
বাংলাদেশ মহিলা দল : ৮৮/৭, ৩৪.৫ ওভার ( আয়েশা রহমান ২৯, ফারজানা হক ১৮, লতা মণ্ডল ১৬। সানা মীর ৪/২৬)।