চট্টগ্রামে টি-২০ বিশ্বকাপের উৎসব থাকলেও প্রস্তুতি নেই। প্রস্তুতির মধ্যে কেবল চলছে রং দেওয়া ও ধোয়া-মুছার কাজ। উৎসব প্রস্তুতির বরাদ্দ নেই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। প্রয়োজনীয় নির্দেশনা নেই পর্যটন কর্পোরেশনের।
তবে উৎসব প্রস্তুতির আগে মন্ত্রণালয়ে কর্পোরেশনের পক্ষ থেকে নির্দিষ্ট সময়ে কোনো চাহিদা পত্রই না পাঠানোয় বরাদ্দ মেলেনি। পরে চাহিদাপত্রের মাধ্যমে ৫ কোটি টাকা পায়।
জানা যায়, গত ১৯ জানুয়ারি টি-২০ বিশ্বকাপ উপলক্ষে রাজধানী সাজাতে ১১৫ কোটি টাকা অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। কিন্তু চট্টগ্রামের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। পরে সিটি মেয়র ৫০ কোটি টাকার প্রস্তাবনা দিলে ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। টি-২০ আসরের ৩৫টি ম্যাচের মধ্যে চট্টগ্রামেই অনুষ্ঠিত হবে ১৭টি। এর মধ্যে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৫টি ম্যাচ ও এম এ আজিজ স্টেডিয়ামে দুটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। আগামী ১৬ মার্চ চট্টগ্রামে বসছে টি-২০ কাপ ক্রিকেট।
এর আগে ২০১১ সালের আইসিসি বিশ্বকাপ উপলক্ষে চট্টগ্রামের প্রস্তুতি ছিল ব্যাপক। নগরীতের প্রায় ৮৭ কোটি টাকার উন্নয়ন কাজ হয়। ২০১১ সালের ২৭ জানুয়ারি থেকে পরবর্তী তিন মাস ধরে নগরী ছিল হকার মুক্ত, ছিল না ভিক্ষুক, হিজাড়াতের উৎপাত, নগরীর ৩০টি মোড়ে বসানো হয় ঝরণা, ১ কোটি ২০ লাখ টাকায় বসানো হয় তিনটি বাঘ, নিমতলা মোড়ে বসানো হয় বাংলাদেশ ক্রিকেট দলের ১৬ সদস্যের ভাস্কর্য, ছিল দৃষ্টিনন্দন আলোকসজ্জা, ফোয়ারা, বেলুন, ফেস্টুন, রং-বেরঙের পতাকা। কিন্তু গতবারের আয়োজনের এসবের কিছু এখন আর অবশিষ্ট নেই। সবক’টি ধুলোয় ধুসর ও বিবর্ণ হয়ে অকেজো হয়ে পড়ে আছে। কোথাও ডেকে গেছে পোস্টার-ব্যানারে, কোনোটি পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে।
সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেন, সরকারিভাবে বরাদ্দ কম পেলেও নিজস্ব অর্থায়নে নানা ধরনের উন্নয়ন কাজ চলছে। এর মধ্যে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে সড়ক সংস্কার করা হচ্ছে। ইতোমধ্যে টেন্ডারও আহ্বান করা হয়েছে। এর সঙ্গে ৪০ লাখ টাকা ব্যয়ে নগরীর সড়ক বাতিগুলোর উন্নয়ন করা হচ্ছে।
সিটি কর্পোরেশনের সচিব রশিদ আহমেদ বলেন, বিশ্বকাপ উপলক্ষে বিমান বন্দর থেকে স্টেডিয়াম পর্যন্ত সড়কের গর্ত ভরাট, সড়কের ভাঙ্গা অংশ সংস্কার, আইল্যান্ডে রং, নালা-নর্দমাও পরিষ্কার ও ফুটপাত দখলমুক্ত রাখতে উদ্যোগ নেওয়া হয়। তবে নতুন করে কোনো সড়ক কার্পেটিং করা হবে না।
পর্যটন কর্পোরেশন চট্টগ্রাম শাখার ম্যানেজার সাইফুর রহমান বলেন, ২০১১ সালের বিশ্বকাপের সময় আমাদেরকে ঢাকা থেকে দিকনির্দেশনা দেওয়া হলেও এবার কিছু বলা হয়নি। তবে হয়তো পর্যটন ট্যুরিজম এ ব্যাপারে ঢাকা থেকে কাজ করছে।
শিরোনাম
- শার্শা আসনে বিএনপির প্রার্থী তৃপ্তি
- আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হবে : স্বরাষ্ট্র উপদেষ্টা
- চট্টগ্রামের ১০টি আসনে নতুন মুখ ৫ জন
- জানাজা থেকে গৃহবধূর লাশ গেল মর্গে, পালালেন স্বামী-শ্বশুর
- নৌপরিবহন মন্ত্রণালয়ের নতুন সচিব ড. নূরুন্নাহার চৌধুরী
- আমেরিকা থেকে এলো গমবোঝাই জাহাজ
- এক নজরে বিএনপি প্রার্থীদের তালিকা
- চট্টগ্রাম সমিতি ঢাকা’র নির্বাচন ৫ ডিসেম্বর
- কেদারপুরে যুব সমাজের স্বেচ্ছাশ্রমে সড়ক মেরামত
- মনোনয়ন পেলেন ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ
- টঙ্গীতে বিএনপির বর্ণাঢ্য শোভাযাত্রা
- জামায়াত আমিরের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপির শফিকুল ইসলাম
- সিরাজগঞ্জে বিএনপির মনোনয়ন পেলেন যারা
- টাঙ্গাইলে গ্রামীণ রাস্তায় জনদুর্ভোগ, স্বাধীনতার ৫৩ বছরেও পাকাকরণ হয়নি
- কিশোরগঞ্জ-৪ আসনে ধানের শীষ প্রতীকে লড়বেন ফজলুর রহমান
- নেত্রকোনা-৪ আসনে বিএনপির প্রার্থী সাবেক প্রতিমন্ত্রী বাবর
- সিলেট-২ আসনে ধানের শীষের প্রার্থী ইলিয়াসপত্নী লুনা
- তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায় ও বৈশাখী ব্যানার্জি
- বগুড়া-৬ আসনে ধানের শীষের প্রার্থী তারেক রহমান
- নির্বাচনে বগুড়া-৭, দিনাজপুর-৩ ও ফেনী-১ আসন থেকে লড়বেন খালেদা জিয়া
চট্টগ্রামে টি-২০ উৎসব আছে প্রস্তুতি নেই
রেজা মুজাম্মেল, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর