চট্টগ্রামে টি-২০ বিশ্বকাপের উৎসব থাকলেও প্রস্তুতি নেই। প্রস্তুতির মধ্যে কেবল চলছে রং দেওয়া ও ধোয়া-মুছার কাজ। উৎসব প্রস্তুতির বরাদ্দ নেই চট্টগ্রাম সিটি কর্পোরেশনের। প্রয়োজনীয় নির্দেশনা নেই পর্যটন কর্পোরেশনের।
তবে উৎসব প্রস্তুতির আগে মন্ত্রণালয়ে কর্পোরেশনের পক্ষ থেকে নির্দিষ্ট সময়ে কোনো চাহিদা পত্রই না পাঠানোয় বরাদ্দ মেলেনি। পরে চাহিদাপত্রের মাধ্যমে ৫ কোটি টাকা পায়।
জানা যায়, গত ১৯ জানুয়ারি টি-২০ বিশ্বকাপ উপলক্ষে রাজধানী সাজাতে ১১৫ কোটি টাকা অনুমোদন করেছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। কিন্তু চট্টগ্রামের জন্য কোনো বরাদ্দ রাখা হয়নি। পরে সিটি মেয়র ৫০ কোটি টাকার প্রস্তাবনা দিলে ৫ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। টি-২০ আসরের ৩৫টি ম্যাচের মধ্যে চট্টগ্রামেই অনুষ্ঠিত হবে ১৭টি। এর মধ্যে চট্টগ্রাম জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১৫টি ম্যাচ ও এম এ আজিজ স্টেডিয়ামে দুটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা। আগামী ১৬ মার্চ চট্টগ্রামে বসছে টি-২০ কাপ ক্রিকেট।
এর আগে ২০১১ সালের আইসিসি বিশ্বকাপ উপলক্ষে চট্টগ্রামের প্রস্তুতি ছিল ব্যাপক। নগরীতের প্রায় ৮৭ কোটি টাকার উন্নয়ন কাজ হয়। ২০১১ সালের ২৭ জানুয়ারি থেকে পরবর্তী তিন মাস ধরে নগরী ছিল হকার মুক্ত, ছিল না ভিক্ষুক, হিজাড়াতের উৎপাত, নগরীর ৩০টি মোড়ে বসানো হয় ঝরণা, ১ কোটি ২০ লাখ টাকায় বসানো হয় তিনটি বাঘ, নিমতলা মোড়ে বসানো হয় বাংলাদেশ ক্রিকেট দলের ১৬ সদস্যের ভাস্কর্য, ছিল দৃষ্টিনন্দন আলোকসজ্জা, ফোয়ারা, বেলুন, ফেস্টুন, রং-বেরঙের পতাকা। কিন্তু গতবারের আয়োজনের এসবের কিছু এখন আর অবশিষ্ট নেই। সবক’টি ধুলোয় ধুসর ও বিবর্ণ হয়ে অকেজো হয়ে পড়ে আছে। কোথাও ডেকে গেছে পোস্টার-ব্যানারে, কোনোটি পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে।
সিটি কর্পোরেশনের মেয়র মোহাম্মদ মনজুর আলম বলেন, সরকারিভাবে বরাদ্দ কম পেলেও নিজস্ব অর্থায়নে নানা ধরনের উন্নয়ন কাজ চলছে। এর মধ্যে প্রায় ১০ কোটি টাকা ব্যয়ে সড়ক সংস্কার করা হচ্ছে। ইতোমধ্যে টেন্ডারও আহ্বান করা হয়েছে। এর সঙ্গে ৪০ লাখ টাকা ব্যয়ে নগরীর সড়ক বাতিগুলোর উন্নয়ন করা হচ্ছে।
সিটি কর্পোরেশনের সচিব রশিদ আহমেদ বলেন, বিশ্বকাপ উপলক্ষে বিমান বন্দর থেকে স্টেডিয়াম পর্যন্ত সড়কের গর্ত ভরাট, সড়কের ভাঙ্গা অংশ সংস্কার, আইল্যান্ডে রং, নালা-নর্দমাও পরিষ্কার ও ফুটপাত দখলমুক্ত রাখতে উদ্যোগ নেওয়া হয়। তবে নতুন করে কোনো সড়ক কার্পেটিং করা হবে না।
পর্যটন কর্পোরেশন চট্টগ্রাম শাখার ম্যানেজার সাইফুর রহমান বলেন, ২০১১ সালের বিশ্বকাপের সময় আমাদেরকে ঢাকা থেকে দিকনির্দেশনা দেওয়া হলেও এবার কিছু বলা হয়নি। তবে হয়তো পর্যটন ট্যুরিজম এ ব্যাপারে ঢাকা থেকে কাজ করছে।
শিরোনাম
- ৮ অস্কারজয়ী স্টুডিও এক ছবিতে, বাজেট শুনে প্রোডিউসাররাও অবাক
- ‘ক্ষমা চাইলেন পরেশ’
- হাসপাতালে স্বস্তিকা
- পাবনায় বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩
- চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২
- আবুধাবিতে সাড়ে ৮৩ কোটি টাকার লটারি জিতলেন প্রবাসী বাংলাদেশি
- দৈনিক কোটি টাকার চাঁদাবাজি
- আর্থিক প্রতিষ্ঠানের খেলাপি বেড়েছে ২১০০ কোটি টাকা
- এবার নির্বাচনে সেনাবাহিনীই ভরসা
- পিআর : দেশ কতটা প্রস্তুত
- বাবার হাত ছেড়ে রাস্তা পার হতে গিয়ে গাড়িচাপায় সন্তানের মৃত্যু
- বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এসিড নিক্ষেপ, দুই নারী ও শিশু দগ্ধ
- এনএসডিএ'র নির্বাহী চেয়ারম্যান হলেন রেহানা পারভীন
- নারী পাচারে টোপ ‘ভালো চাকরি’
- মুগদায় ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি, হাসপাতালে তরুণের মৃত্যু
- মাতুয়াইলে ১০ তলার ছাদ থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাইয়ের বিপ্লবী ছাত্র-জনতা মব নয় : মাহফুজ আলম
- জাপানে ভূমিকম্পের মধ্যে সমুদ্রে ‘অদ্ভুত গর্জন’ শোনার দাবি
- ফ্যাসিস্টদের পুশইন করুন, বিচার করতে প্রস্তুত আমরা : নাহিদ
- শাকিবের আগামী ঈদের সিনেমা চূড়ান্ত
চট্টগ্রামে টি-২০ উৎসব আছে প্রস্তুতি নেই
রেজা মুজাম্মেল, চট্টগ্রাম
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর