অর্থমন্ত্রীর আশ্বাস
সিলেটে আন্তর্জাতিকমানের ক্রিকেট ভেন্যু নির্মাণ হয়েছে। কিন্তু চোখে পড়ার মতো ইনডোর ভেন্যু নেই। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আশ্বাস দিয়েছেন সিলেটে ব্যাডমিন্টন খেলার প্রসার ঘটাতে আলাদা কোর্ট নির্মাণ করা হবে। বুধবার তিনি কাউন্সিলর আজাদ কাপ ব্যাডমিন্টনের ফাইনাল খেলায় দর্শকের ঢল দেখে এ আশ্বাস দেন। টিলাগড় পঞ্চায়েত কমিটির সভাপতি আজিজুর রহমান মানিকের সভাপতিত্বে ও আমিনুল ইসলাম লিটনের পরিচালনার অনুষ্ঠানে অর্থমন্ত্রী ছাড়াও স্বাগত বক্তব্য রাখেন টুর্নামেন্টের প্রবর্তক ও সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ। বিশেষ অতিথি ছিলেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী।
গুরুত্ব দিন
৩২৬ রান করেও পাকিস্তানকে হারাতে পারেনি মুশফিকরা। অথচ কঙ্বাজারে শেখ কামাল স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের মেয়েরা টানা দুই ম্যাচ জিতে ঠিকই সিরিজ জিতে নিয়েছে। মেয়েদের এ বিজয়ে অনেকে শুধু প্রশংসাই করছেন না বলতে বাধ্য হচ্ছেন পুরুষদের পাশাপাশি ক্রিকেটে মেয়েদের গুরুত্ব দেওয়া হোক। অবশ্যই তারা দেশকে বড় সাফল্য দেখাতে পারবে।
টি-২০ বিশ্বকাপের পরই
এক সময়ে ক্রিকেটে ঘনঘন অধিনায়ক পরিবর্তন করা হতো। ১৯৯৭ সালে আইসিসি ট্রফিতে চ্যাম্পিয়ন হবার পরও আকরাম খানের কাছ থেকে অধিনায়ক কেড়ে নিয়ে বিশ্বকাপে আমিনুল ইসলাম বুলবুলকে নেতৃত্ব দেওয়া হয়। পরে আবার বুলবুলকে পরিবর্তন করে অভিষেক টেস্ট অধিনায়ক করা হয় নাইমুর রহমান দুর্জয়কে। আসলে ওই সময়ে অধিনায়ক বদল করাটা ক্রিকেট বোর্ডের অভ্যাসে পরিণত হয়েছিল। এখন কিছুটা হলেও থেমে গেছে। তবে ক্রিকেটসংশ্লিষ্ট অনেকে নিশ্চিত খুব শীঘ্রই মুশকিকেও সরিয়ে দেওয়া হবে। টি-২০ বিশ্বকাপের পর ক্রিকেটে নতুন কারোর হাতে নেতৃত্ব তুলে দেওয়া হতে পারে।
সেই দৃশ্য
ফুটবল দল দেশে ফেরা মানে, মাথা নিচু করে বিমানবন্দর থেকে বের হয়ে যাওয়া। আজ অবশ্য সেই দৃশ্যের পুনরাবৃত্তি হবে না। গোয়াতে প্রীতি ফুটবল ম্যাচ খেলে ফুটবলাররা আজ দেশে ফিরছেন। স্বল্প প্রস্তুতি নিয়েও বাংলাদেশ ম্যাচটি ভালোই খেলেছে। রেফারি নিরপেক্ষ থাকলে বাংলাদেশ নিশ্চিত ভারতকে হারিয়ে ফিরতে পারত। ২-২ গোলে ড্র হলেও ফুটবলারদের পারফরম্যান্সে দেশবাসী মুগ্ধ। আজ তাই বিমানবন্দরে ফুটবলারদের মেজাজটাও থাকবে হাসিখুশি।