রিয়াল মাদ্রিদ লা লিগায় সহজ জয় পেয়েছে। ওসাসুনাকে ৪-০ গোলে হারিয়ে শিরোপার স্বপ্ন বাঁচিয়ে রাখার পাশাপাশি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের প্রস্তুতিটাও ভালোভাবে সেরে নিয়েছে রিয়াল। মঙ্গলবার অ্যালিয়েঞ্জ অ্যারেনায় ইউরোর সেরার প্রতিযোগিতার সেমিফাইনালের দ্বিতীয় লেগে স্বাগতিক বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে রিয়াল। নিজেদের মাঠে প্রথম লেগে ১-০ গোলের জয়ে এগিয়ে থেকেই মাঠে নামবে দলটি।
রিয়ালের এই জয়ে বড় ভূমিকা রেখেছেন এ বছর ফিফার বর্ষসেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদো। দুই হাফেই একটি করে গোল করেন পর্তুগালের এই তারকা। এই জয়ে ৩৪ খেলায় ৮২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে রিয়াল। ৮১ পয়েন্ট নিয়ে তিন নম্বরে রয়েছে শিরোপাধারী বার্সেলোনা। আর ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে দিয়েগো সিমেওনের আতলেতিকো মাদ্রিদ।