ইংলিশ খেলোয়াড় রায়ান গিগসের ম্যানচেস্টার ইউনাইটেডে শনিবার রাতে আরো একবার অভিষেক হল। এবার কোচের ভূমিকায়। এর আগে খেলোয়ার হিসেবে অভিষেক হয়েছিল ১৯৯০ সালে। আর তার কোচ হিসেবে অভিষেকের দিন ম্যানচেষ্টার ইউনাইটেডও পেয়েছে বড় জয়। এদিন রেড ডেভিলরা ৪-০ গোলে হারিয়েছে নরউইচ সিটিকে।
ঘরের মাঠে জোড়া গোল করেছেন ওয়েন রুনি ও জুয়ান মাতা। ৪১ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন রুনি। ৪৮ মিনিটে তার করা গোলেই ব্যবধান দ্বিগুণ হয়। ৬৩ মিনিটে মাতা তার গোলের ঝুলি খোলেন। ৭৩ মিনিটে নিজের জোড়া গোল পূর্ণ করার পাশাপাশি ম্যানইউর জয় নিশ্চিত করেন।
এ জয়ের ফলে ৩৫ ম্যাচ থেকে ৬০ পয়েন্ট সংগ্রহ করেছে ম্যানইউ। পয়েন্ট টেবিলে তাদের অবস্থান সপ্তমে।