বুন্দেশলিগায় ফিরে ফের স্বমহিমায় বায়ার্ন মিউনিখ। শনিবার ঘরের মাঠ অ্যালায়াঞ্জ এরিনাতে ৫-২ গোল ওয়ার্ডার ব্রেমেনকে এদিন হারাল তারা। যদিও মজার ব্যাপার হল, এদিন দু’দুবার পিছিয়ে পড়েও ম্যাচ সহজে জিতল বায়ার্ন।
রবেন,রিবেরি, পিজারো, সোয়াইনস্টাইগারের মতো দলের তারকারা প্রত্যেকেই এদিন গোল করতে সফল। ম্যাচ শুরুর ১০ মিনিটের মধ্যেই থিওডর সেলাসি গোল করে এগিয়ে দেন ব্রেমেনকে। এরপর ১০ মিনিট যেতে না যেতেই বায়ার্নের হয়ে গোলশোধ করেন রিবেরি। এরপর আবার ৩৬ মিনিটে ব্রেমেনের হয়ে অ্যারন হান্ট ২-১ করেন। প্রথমার্ধে এগিয়ে ছিল ব্রেমেনই। কিন্তু দ্বিতীয়ার্ধের প্রথম থেকেই ম্যাচের রাশ নিজেদের হাতে তুলে নিয়েছিলেন রবেনরা। ৫৩ এবং ৫৭ মিনিটে বায়ার্নের হয়ে আরও দুটি গোল করেন পিজারো।
কিন্তু বায়ার্নরা যে এত বড় ব্যবধানে জিতবে তা হয়তো ভাবেননি কেউ।