অ্যানফিল্ডে চেলসিকে যদি হারিয়ে দিতে পারে, তাহলে লিভারপুল প্রথমবারের মতো ইংলিশ প্রিমিয়ার লীগ শিরোপা জিততে পারবে। তাই আক্ষরিক অর্থে আজ ফাইনাল।
৩৫ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে অলরেডরা। ৭৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চেলসি। আজ লিভারপুল জিতলে ব্যবধান দাঁড়াবে ৮ পয়েন্টের।
খেলা বাকি থাকবে আর দুটি। এ দুটিতে যদি চেলসি জিতে যায় এবং লিভারপুল হেরেও যায় তাহলেও কোনো ক্ষতি নেই। ২ পয়েন্ট এগিয়ে থেকেই শিরোপা জিতবে অলরেডরা। আর যদি চেলসি জয়ী হয়, তাহলে শিরোপা লড়াই টিকে থাকবে শেষ ম্যাচ পর্যন্ত।
তবে গুরুত্বপূর্ণ ম্যাচে আজ পিটার চেক আর জন টেরিকে মাঠে নামাতে পারবে না চেলসি।