এশিয়া কাপ, টি-২০ বিশ্বকাপে বাংলাদেশের বাজে পারফরম্যান্সের কারণ কি?
লিপু : আমার মনে হয়েছে টি-২০ বিশ্বকাপ ক্রিকেটে ক্রিকেটারদের আত্মবিশ্বাসে ঘাটতি ছিল। ক্লান্ত ছিলেন ক্রিকেটাররা। এশিয়া কাপে আফগানিস্তান ম্যাচে হারের প্রতিফলনটা পড়েছিল টি-২০ বিশ্বকাপে। ওই হারের ধাক্কাটা সামলে উঠতে পারেনি বিশ্বকাপে। খেয়াল করলে দেখবেন, বাংলাদেশের পারফরম্যান্সের গ্রাফটা কিন্তু শ্রীলঙ্কা সিরিজের পর থেকে নিচুতে নেমেছে। শ্রীলঙ্কার বিপক্ষে আমরা যদি প্রথম ওয়ানডেটা জিতে যেতাম, তাহলে দলের চেহারাই অন্যরকম হয়ে যেত। এছাড়াও আমরা মনে করি ক্রিকেটাররা অতিরিক্ত ক্রিকেট খেলে ক্লান্ত হয়ে পড়েছিলেন। তাদের বিশ্রামের দরকার ছিল। টানা ক্রিকেট খেলে ক্রিকেটাররা ‘আউট অব ক্রিকেট’ হয়ে পড়েছিলেন। আরেকটি বিষয় হচ্ছে, এশিয়া কাপের পর বিশ্বকাপ ক্রিকেটে ঠিক মানিয়ে নিতে পারেননি বলে মনে হয়েছে আমার।
দুই দুটি বিগ ইভেন্টে ব্যর্থ। মানসিকভাবে ক্রিকেটাররাও পিছিয়ে পড়েছে?
লিপু : টানা ক্রিকেট খেললে ক্রিকেটাররা অনেক সময় বিষাদগ্রস্ত হয়ে পড়েন। ইংল্যান্ডের জোনাথন ট্রট টানা খেলার ধকল সামলাতে বিশ্রামে গেছেন। আমাদের টিম ম্যানেজমেন্টকে বিষয়গুলো বুঝতে হবে। চাঙ্গা রাখার চেষ্টা করতে হবে ক্রিকেটারদের। ক্রিকেট বোর্ড মনোবিদ দিয়ে যে ক্রিকেটারদের চাঙ্গা করতে চাইছে, এটা খারাপ নয়। ক্রিকেটাররা তাদের ভুলগুলো শুধরে আত্মবিশ্বাসী হতে পারলে আমাদের জন্যই ভালো।
সামনে ২০১৫ বিশ্বকাপ ক্রিকেট। পারফরম্যান্স কেমন হবে বলে মনে করেন?
লিপু : অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের উইকেটে বাউন্স বেশি। সুইং বেশি। এমন উইকেটে আমাদের পারফরম্যান্স নিয়ে আমি শঙ্কিত। আমাদের বোর্ড কর্মকর্তাদের একটি পরিকল্পনা থাকা উচিত, বিশ্বকাপে ভালো করার জন্য। বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজ সফর করবে বাংলাদেশ। ক্যারিবীয় সফরে বাংলাদেশ যে উইকেটে খেলবে, তাদের আচরণ কিন্তু হার্ড ও বাউন্সি নয়। উপমহাদেশের মতোই ধীরলয়ের। আমাদের বোর্ড কর্মকর্তাদের উচিত ছিল আইসিসি ও ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের সঙ্গে কথা বলে জ্যামাইকা, বার্বাডোজে খেলার আয়োজন করা।
বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করতে হবে ক্রিকেটারদের। ভালো করতে না পারলে ২০১৯ সালে বিশ্বকাপে বাংলাদেশকে বাছাইপর্ব খেলতে হবে। বিশ্বকাপের আগে বিপিএল আয়োজনের যৌক্তিকতা খুঁজে পাচ্ছি না। এছাড়া প্রিমিয়ার ক্রিকেটের একটি মৌসুম হারিয়ে যাওয়ায় অবাক হয়েছি। এতে করে ১৬টি ম্যাচ খেলতে পারেননি ক্রিকেটাররা। আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেনও ক্রিকেটাররা।
অস্ট্রেলিয়ায় ১৫ দিনের ক্যাম্প করবে ক্রিকেট দল...
লিপু : ক্রিকেটারদের দুই সপ্তাহের ক্যাম্পকে আমি মন্দের ভালো বলবো। সেখানে অনুশীলন করার চেয়ে ম্যাচ খেলাটা অনেক বেশি জরুরি।
এক সময় ক্রিকেটার ছিলেন। জাতীয় দলের ম্যানেজারও ছিলেন। বাংলাদেশের ক্রিকেটটা কতটুকু এগিয়েছে?
লিপু : অবশ্যই এগিয়েছে। আমাদের ক্রিকেটের ভবিষ্যৎ ভালো। এখন যারা ক্রিকেট খেলছেন, তারা আরও ৪-৫ বছর ক্রিকেট খেলবেন। দলে নাসির হোসেন, এনামুল হক বিজয়, মুমিনুল হকদের মতো প্রতিভাবান ক্রিকেটার রয়েছেন। দল ভবিষ্যতে ভালো করবে বলেই মনে করি।
কোচ নিয়ে কোনো মন্তব্য আছে কি?
বিদেশি কোচের চেয়ে দেশি কোচই আমার কাছে ভালো মনে হয়। দেশি কোচেরা এখানে ভালো করলে পরবর্তীতে বিদেশেও তারা কোচ হিসেবে দায়িত্ব পালন করতে পারবে।
শিরোনাম
- চীনের ওপর শুল্ক ৪৭ শতাংশে নামানোর ঘোষণা ট্রাম্পের
- প্রশান্ত মহাসাগরে জাহাজে বোমা হামলা করল যুক্তরাষ্ট্র, নিহত ৪
- গাজীপুরে যৌথবাহিনীর অভিযানে অস্ত্র ও মাদকসহ বাবা-ছেলে আটক
- ঢাকা-সিলেট মহাসড়ক সম্প্রসারণ নিয়ে স্থানীয়দের মানববন্ধন
- গাইবান্ধায় উদীচীর ৫৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- নভেম্বরে গণভোট চায় জামায়াতসহ আট দল
- জুলাই সনদ বাস্তবায়নে কমিশনের সুপারিশ একপেশে : মির্জা ফখরুল
- মহেশপুর সীমান্ত থেকে ভারতীয় ফেন্সিডিল উদ্ধার, আটক ৭
- কেইনের জোড়া গোলে বায়ার্নের জয়ের রেকর্ড
- কেন্দ্রীয় কারাগারে বন্দি এক আসামির ঢামেকে মৃত্যু
- ভিসা আবেদনকারীদের সতর্ক থাকার আহ্বান জার্মান দূতাবাসের
- সাত দিন পেছাল অষ্টম শ্রেণির জুনিয়র বৃত্তি পরীক্ষা
- ৩ দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা শুরু
- ট্রিলিয়ন ডলারের অর্থনীতি তৈরি ও কর্মসংস্থান বৃদ্ধি নিয়ে তারেক রহমানের বার্তা
- রাজধানীতে চালককে আহত করে অটোরিকশা ছিনতাই
- আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলার সাক্ষ্যগ্রহণ চলছে
- ১৬ ডিসেম্বর থেকে বন্ধ হবে অবৈধ মোবাইল ফোন, যেভাবে জানবেন বৈধ কি না
- কমলো জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার ফি
- লিগ কাপের শেষ আটে ম্যানসিটি, টটেনহ্যামের বিদায়
- মেলিসার তাণ্ডবে লন্ডভন্ড ক্যারিবীয় অঞ্চল, নিহত ৩০
বিপিএল আয়োজনে যৌক্তিকতা খুঁজে পাচ্ছি না
গাজী আশরাফ হোসেন লিপু। বাংলাদেশের ক্রিকেটে সুপরিচিত নাম। প্রথম ওয়ানডে ম্যাচে বাংলাদেশের অধিনায়ক। আইসিসি ট্রফিতে ছিলেন জাতীয় দলের ম্যানেজার। ছিলেন বিসিবির পরিচালক। এখন তিনি বোর্ডে নেই তবু ক্রিকেটের সঙ্গে জড়িয়ে আছেন ভালোভাবেই। দেশীয় ক্রিকেটের বর্তমান ও ভবিষ্যৎ প্রসঙ্গে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে একান্তে কথা বলেন এই ক্রিকেট ব্যক্তিত্ব।
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর