স্বাধীনতা কাপ ফুটবলে ফাইনাল খেলে সবাইকে চমকে দিয়েছিল ফেনী সকার। শিরোপা ঘরে তুলতে না পারলেও নতুন শক্তি হিসেবে নিজেদেরকে আত্নপ্রকাশ করেছিল তারা। এই ধারা ফেনী সকার ধরে রাখল প্রিমিয়ার লিগেও। বিজেএমসিকে হারিয়েছে আগেই। এমনকি আবাহনীকেও লড়াই করেই জিততে হয়েছে ফেনী সকারের বিপক্ষে। গতকাল তারা ড্র করল শেখ জামাল ধানমন্ডির সঙ্গে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেখ জামালের সঙ্গে ২-২ গোলে ড্র করেছে ফেনী সকার। এ ড্রয়ে ১২ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে তালিকার অষ্টম স্থানেই রয়ে গেছে ফেনী সকার। অন্যদিকে ড্র করেও ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে শীর্ষ স্থান ধরে রেখেছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
দলে ছিলেন সনি নর্দে। হাইতিয়ান এই তারকা কাল আলো ছড়াতে পারেননি। তবে আলো ছড়িয়েছেন তারই স্বদেশি ওয়েডসন। তার ডাবলেই ২-০ গোলে এগিয়ে গিয়েছিল শেখ জামাল। শেষ পর্যন্ত অবশ্য এই দুই গোল শোধ দিয়ে ড্র নিয়েই মাঠ ছাড়ে ফেনী সকার।
ম্যাচের চতুর্থ মিনিটেই এগিয়ে যেতে পারতো শেখ জামাল। কিন্তু ওয়েডনসনের ব্যাক পাস থেকে বল পেয়ে সুযোগটা কাজে লাগাতে পারেননি সোহেল রানা। অবশ্য বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি শেখ জামালকে। ১৫ মিনিটে নর্দে-ওয়েডসনের যৌথ উদ্যোগ সফলতার মুখ দেখে। নর্দের পাস থেকে বল পেয়ে ডি বক্সে ভিতর থেকে দুর্দান্ত এক শটে গোল করেন ওয়েডসন। ফেনী সকারের গোলরক্ষক নেহালের চেয়ে চেয়ে দেখা ছাড়া কিছুই করার ছিল না। ৩০ মিনিটে ওয়েডসন দ্বিতীয়বার দলকে উচ্ছ্বাসে ভাসিয়ে দেন। শাহেদের থ্রু থেকে বল পেয়ে কৌণিক শটে চমৎকার এক গোল করেন ওয়েডসন। শেখ জামালের এ উচ্ছ্বাস বেশিক্ষণ স্থায়ী হয়নি। ফেনী সকারের নাইজেরিয়ান স্ট্রাইকার চুকা চার্লস ৩২ মিনিটে ব্যবধান কমান। শেখ জামালের ডিফেন্ডার দিদারুলের ভুল পাসের সুযোগ নিয়ে গোল করেন চুকা চার্লস। এরপর তিন মিনিটের মধ্যেই সমতায় ফেরে ফেনী। রজানের ফ্রি কিক থেকে বল পেয়ে হেডে গোল করেন ফেনী সকারের গাম্বিয়ান স্ট্রাইকার কাব্বা জুবে। এরপর আর প্রতিপক্ষের জালে বল জড়াতে পারেনি কোন দলই। ম্যাচ শেষে ২-২ ব্যবধানের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয়েছে দুই দলকে।