ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি কয়েকটা ম্যাচে। এই ফাঁকে লিভারপুলের উরুগুইয়ান তারকা লুইস সুয়ারেজ ইউরোপীয়ান গোল্ডে বুট জয়ের তালিকায় দুই ধাপ এগিয়ে গিয়েছিলেন। শনিবার রোনালদো দুই ধাপ এগিয়ে সুয়ারেজের সমান্তরালে পেঁৗছলেন। লিগে দুজনেরই গোল ৩০টি করে! শনিবার সান্তিয়াগো বার্নাব্যুতে রোনালদোর ডাবলে ৪-০ গোলে ওসাসুনাকে উড়িয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ।
এ জয়ে লা লিগায় রেসে টিকে রইল রিয়াল মাদ্রিদ। ৩৪ ম্যাচে ৮২ পয়েন্ট সংগ্রহ করে রিয়াল মাদ্রিদের অবস্থান দুই নম্বরে। সমান ম্যাচে ৮৫ পয়েন্ট নিয়ে শীর্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ এবং ৮১ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে বার্সেলোনা।
ওসাসুনার বিপক্ষে খেলতে নেমে পয়েন্ট হারানোর অভ্যাস রয়েছে রিয়াল মাদ্রিদের। শনিবার এমন একটা ভয় নিয়েই মাঠে এসেছিলেন রিয়াল মাদ্রিদের ভক্তরা। তবে ভয়ের কিছু ছিল না। ক্রিস্টিয়ানো রোনালদো ছিলেন পুরো ফর্মে। ৬ ও ৫২ মিনিটে দুটি গোল করে রিয়াল মাদ্রিদের জয়োৎসবের মঞ্চটা প্রস্তুত করে দিয়েছিলেন রোনালদো। ৬০ মিনিটে সার্জিও রামোস এবং ৮৩ মিনিটে দানিয়েল কারভায়াল আরও দুটি গোল রিয়াল মাদ্রিদ ৪-০ ব্যবধানের জয় এনে দেন দলকে।
রিয়াল মাদ্রিদ কালই উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের দ্বিতীয় লেগ খেলতে যাচ্ছে অ্যালাইঞ্জ এরিনাতে। বায়ার্ন মিউনিখের মাঠে রিয়াল মাদ্রিদকে অতীত বদলাতে হলে রোনালদো-বেলে-বেনজেমা ত্রয়ীর পুরো ফর্মে থাকা প্রয়োজন। কোচ কার্লো আনসেলত্তির মতে, তিনজনই কাল প্রথম একাদশে থাকতে পারবেন। পূর্ণ শক্তির রিয়াল মাদ্রিদের বিপক্ষে জয়ের জন্য বায়ার্ন মিউনিখও প্রস্তুতিটা সেরেছে। শনিবার গার্ডিওলার শিষ্যরা ৫-২ গোলে হারিয়েছে ওয়ের্ডার ব্রেমেনকে।