বিপিএলের দ্বিতীয় আসরে ঢাকা গ্ল্যাডিয়েটর্সের পক্ষে খেলেছিলেন বাঁ হাতি স্পিনার মোশাররফ হোসেন রুবেল ও পেসার মাহাবুবুল আলম রবিন। আইসিসি তদন্ত কমিটি আকসু সংবাদ সন্মেলন করে যে ৯ ক্রিকেটার ও ক্রীড়া সংগঠককে দোষী সাব্যস্ত করেছিল, এই দুই ক্রিকেটার তাদের অন্যতম। পরবর্তীতে এই নয়জনের বিষয়ে পুনঃতদন্ত করতে তিন সদস্যের ট্রাইব্যুনাল কমিটি গঠন করে বিসিবি। কমিটি পুনঃতদন্ত করে সাতজনকে নির্দোষ ঘোষণা করে। যদিও বিষয়টি মেনে নিতে পারেনি বিসিবি ও আইসিসি। নির্দোষ সাতজনের মধ্যে রয়েছেন আবার এ দুজন। দোষী সাব্যস্ত হওয়ায় ঘরোয়াসহ সব ধরনের ক্রিকেট খেলার যোগ্যতা হারান দুই ক্রিকেটার। অবশ্য কাল সমস্ত কাগজপত্র পরীক্ষা করে দুই ক্রিকেটারকে ক্রিকেট খেলার অনুমতি দেয় বিসিবি। ফলে এখন থেকে সব ধরনের ক্রিকেটে অংশ নিতে পারবেন রুবেল ও রবিন।
ট্রাইব্যুনাল নির্দোষ ঘোষণার পর গত ৮ এপ্রিল দুই ক্রিকেটার খেলার অনুমতি চেয়ে বিসিবি সভাপতি বরাবর চিঠি লিখেন। তাদের চিঠি দেখে সবকিছু যাচাই-বাছাই করে বিসিবি। এরপর খেলার অনুমতি দেয়। কাল অনুমতি দেওয়ার কথা জানান বিসিবির ভারপ্রাপ্ত সিইও নিজামুদ্দিন চৌধুরী সুজন, 'রুবেল ও রবিন খেলার অনুমতি চেয়ে চিঠি দিয়েছিলেন। তাদের চিঠির পর আমরা সব বিষয় যাচাই -বাছাই করি। কোনো সমস্যা না থাকায় তাদেরকে খেলার অনুমতি দেয় বিসিবি।' বিসিবির অনুমতি মেলায় বিসিএলের শেষ রাউন্ড ও ফাইনাল খেলার সুযোগ থাকল দুই ক্রিকেটারের। বিসিএলে ওয়ালটন সেন্ট্রাল জোনের পক্ষে খেলবেন মোশাররফ হোসেন রুবেল। তবে রবিনের দল এখনো ঠিক হয়নি। অনমুতি পাওয়ার বিষয়ে রুবেল বলেন,' আমরা টি-২০ বিশ্বকাপের পর ৮ এপ্রিল খেলার অনুমতি চেয়েছিলাম। বিসিবি সবকিছু যাচাই-বাছাই করে খেলার অনুমতি দেয়।'
বিপিএলে ম্যাচ ফিক্সিংয়ে জড়িত থাকার কথা স্বীকার করে টেস্ট ক্রিকেটের সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান মোহাম্মদ আশরাফুল এখন সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ।