আন্তর্জাতিক স্কুল দাবা
ঢাকা মোহামেডান ক্লাবের আয়োজনে আগামীকাল থেকে আন্তর্জাতিক স্কুল দাবা চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে। স্কুলে পড়া ছাত্রছাত্রীরা প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবে। ছয় গ্রুপে বিভক্ত হয়ে টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ছাড়াও ভারতের অর্ক সেনগুপ্তা, সায়ন্তন মুখার্জি, অর্পিতা মুখার্জি, আসমিতা দাশ, নেপালের কতোয়াল সন্দিপ, নিউপানে আনিসা, গৌতম সুসান ও শ্রীলঙ্কার একজন প্রতিযোগী এ টুর্নামেন্টে অংশ নিচ্ছে। ঢাকা ছাড়াও বিভিন্ন জেলা হতে প্রায় শতাধিক ছাত্র ও ছাত্রী অংশগ্রহণের জন্য নাম জমা দিয়েছে। প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে সুইস লিগ পদ্ধতিতে। বিভিন্ন গ্রুপের বিজয়ীদের ল্যাপটপ, নোটবুক, ডেস্কটপ কম্পিউটার, দাবার ঘড়ি, দাবার বোর্ড ঘুঁটি ও ক্রেস্ট প্রদান করা হবে। প্রতিযোগিতা উপলক্ষে গতকাল মোহামেডান ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। প্রতিযোগিতার বিভিন্ন বিষয় নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান রকিব উদ্দিন দেওয়ান রতন, ক্লাব পরিচালক সারওয়ার হোসেন ও দাবা ফেডারেশনের সাধারণ সম্পাদক গাজী সাইফুল তারেক।
বাড়ছে ব্যস্ততা
১২ জুন থেকে শুরু হচ্ছে দুনিয়া কাঁপানো বিশ্বকাপ ফুটবলের আসর। বিশ্বকাপে বাংলাদেশের সুযোগ পাওয়াটা স্বপ্ন হলেও আসরকে ঘিরে উৎসাহ-উদ্দীপনা সৃষ্টি হয় চোখে পড়ার মতো। সময় ঘনিয়ে আসাতে এখন টেইলার্সে বিশ্বকাপে বিভিন্ন দেশের পতাকা ও জার্সি বানানো শুরু হয়ে গেছে। আর ক'দিন পর ব্যস্ততা আরও বেড়ে যাবে যে অনেক টেইলার্সই নিয়মিত অর্ডার বন্ধ রেখে জার্সি ও পতাকা বানানো নিয়ে দম ফেলার সুযোগ পাবেন না।
ওল্ড ট্র্যাফোর্ডে শওকত
এয়ারটেল রাইজিং স্টার্সের বাছাইকৃত ১২ তরুণ এখন লন্ডনে। সেখানে এই তরুণ ফুটবলাররা অনুশীলন করবেন ম্যাঞ্চেষ্টার ইউনাইটেড একাডেমিতে। তরুণ ফুটবলাররা গত পরশু ওল্ড ট্র্যাফোর্ডে খেলা দেখেছেন ম্যানইউ ও নরউইচ সিটির। খেলার দেখার ফুটবলাররা স্টেডিয়ামের ঢোকার মুখে ছবি তুলেন শেখ জামাল ধানমন্ডি ক্লাবের ফুটবল একাডেমির চেয়ারম্যান শওকত আজিজ রাসেলের সঙ্গে।
৩ রানে অলআউট!
অবিশ্বাস্য ঘটনা বটে। ইংল্যান্ডের স্থানীয় এক এলাকায় তৃতীয় বিভাগের ক্রিকেটে হেসলিংটনের বিপক্ষে মাত্র ৩ রানে অলআউট হয়ে গেছে উইরাল! ৩ রানের সর্বোচ্চ ২ রান আসে লেগ বাই থেকে। অর্থাৎ রানের খাতা খুলতে পারেনি ১০ ব্যাটসম্যান। একমাত্র রানটি এসেছে ১১ নম্বর ব্যাটসম্যান হফসনের ব্যাট থেকে। প্রথমে ব্যাট করতে নেমে হেসলিংটনও গুটিয়ে গিয়েছিল মাত্র ১০৮ রানে। এই অবস্থায় এত শোচনীয়ভাবে উইরাল হারবে তা ছিল ধারণার বাইরে।