দেখালেন বটে মারিয়া শারাপোভা। স্টুটগার্টে জয়ের হ্যাটট্রিকটা করেই ফেললেন। রবিবার ফাইনালে সার্বিয়ার আনা ইভানোভিচকে হারালেন রুশ সুন্দরী৷ এর আগে ২০১২ ও ২০১৩ সালে স্টুটগার্টে জিতেছিলেন রাশিয়ান এ তারকা ৷ এদিন ৩-৬, ৬-৪, ৬-১ জেতেন শারাপোভা ৷
স্টুটগার্টে শুরুটা বেশ কঠিনই হয়েছিল তার ৷ প্রথম ম্যাচটা জিততে যথেষ্ট বেগ পেতে হয়েছিল শারাপোভাকে ৷ তারপর একে একে অ্যানাস্তিসয়া পাভলিউচেঙ্কোভা, অ্যাগনেস্কা রাডওয়ানস্কা ও সারা এরানিকে হারানোর পর ফাইনালে ইভানোভিচের কাছ থেকে কড়া লড়াইয়ের সম্মুখীন হন ৷ প্রথম সেট খোয়াতে হয় শারাপোভাকে ৷ প্রথম সেটে দাপটে শুরু করেন ইভানোভিচ ৷ একসময় তো ৪-০ এগিয়ে যান তিনি ৷ দ্বিতীয় সেটে শারাপোভা ঘুরে দাঁড়ান ৷ তবে তার আগে ইভানোভিচ প্রথম সেটের দাপটই বজায় রেখেছিলেন ৷ একসময় তো দ্বিতীয় সেটে ৩-১ এগিয়ে যান ইভানোভিচ ৷ এরপরই মেরুদণ্ড শক্ত করে ফের ঘুরে দাড়ানো। শারাপোভা ইভানোভিচের সার্ভিস ব্রেক করেন ৷ এরপর আর রাশিয়ান তারকাকে পিছনে ফিরে তাকাতে হয়নি ৷ - ওয়েবসাইট।