ফাইনালে সানিয়া ও কারা ব্ল্যাক হেরে গেলেন ইতালীয় সারা এরানি ও রবার্তা ভিঞ্চি জুটির কাছে। মরশুমে দ্বিতীয়বার ফাইনালে নামলেন সানিয়া ও ব্ল্যাক জুটি। কিন্তু এক ঘন্টা ১০ মিনিটের লড়াইয়ের শেষে থামতে হয় তাঁদের।
গত মাসে সানিয়া ইন্ডিয়ানওয়েলস ফাইনালে উঠেছিলেন। সেখানেও কারাকে সঙ্গে নিয়ে রানার্স হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল ভারতীয় এই টেনিস তারকাকে। তবে ফরাসি ওপেনের আগে সানিয়ার প্রস্তুতিটা খারাপ হয়নি। ফরাসি ওপেনেই হয়তো অন্য সানিয়াকে দেখা যাবে।