ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের [আইপিএল] চলমান সপ্তম আসরে কলকাতা নাইট রাইডার্স কেকেআর শেষ চারে পৌঁছবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন ওয়াসিম আকরাম। কেকেআরের এবারকার বোলিং সাইড যথেষ্ট ভালো ও কয়েকজন দলগত খেলোয়াড়ের উপস্থিতি আছে দেখে পিটিআইকে এক সাক্ষাৎকারে এসব কথা বলেন বোলিং কোচ আকরাম।
আকরাম বলেন, 'আমরা স্রেফ দলগত খেলোয়াড় ও অবশ্যই একক ম্যাচ উইনার নিতে চেয়েছিলাম। দলে ইউসুফ, সাকিব আল হাসান, রবিন উথাপ্পা ও আন্দ্রে রাসেলের মতো খেলোয়াড়েরা আছেন। তারা সবাই দলগত খেলোয়াড়। খারাপ সময়ে একে অপরকে সমর্থন দিতে পারে এমন খেলোয়াড়ই কোনো দলের দরকার।'