প্রিমিয়ার লিগ জেতা হবে কি হবে না এরকমই যখন সকলের ভাবনা, ঠিক তখনি এলো খবরটি। আর তা হলো স্ট্রাইকার লুইস সুয়ারেজ 'ইংলিশ প্লেয়ার অফ দ্য ইয়ার' নির্বাচিত হয়েছেন।
প্রতিবছর প্রফেশনাল ফুটবলারস অ্যাসোসিয়েশন (পিএফএ) খেতাবটির জন্য একজন করে খেলোয়াড় নির্বাচিত করে। এ বছর সতীর্থ স্টিভেন জেরার, ড্যানিয়েল স্টুরিজ, চেলসি মিডিও ইডেন হ্যাজার্ড, ম্যান সিটির ইয়া ইয়া তোরে এবং সাদাম্পটনের অ্যাডাম লাল্লানাকে হারিয়ে সুয়ারেজ এই খেতাব জিতেছেন।
খেতাব জেতার পর সুয়ারেজ বলেন, প্রিমিয়ার লিগে অনেক বড় মাপের ফুটবলাররা খেলেন। তাদের ভেতর থেকে এই খেতাব জেতার আনন্দই আলাদা। মাঠে ভাল খেলার স্বীকৃতি পেয়ে ভালো লাগছে।