কাগজে-কলমে ম্যানচেস্টার সিটি এখনো ইংলিশ প্রিমিয়ার লিগে তৃতীয় দল। কিন্তু অঙ্ক কষে ঠিক বলে দেওয়া যায়, লিগ শিরোপার যথার্থ দাবিদার তারাই। রবিবার এনফিল্ডে লিভারপুল ২-০ গোলে চেলসির কাছে হেরে যাওয়ার পরই ম্যানসিটির সামনে সম্ভাবনাটা উজ্জ্বল হয়েছিল। একইদিন ক্রিস্টাল প্যালেসকে ২-০ গোলে হারিয়ে ম্যানসিটি শিরোপার দৌড়ে এগিয়েই গেল! ম্যানসিটিকে জয় উপহার দিয়েছেন বসনিয়ান স্ট্রাইকার এডিন জেকো এবং আইভরিয়ান তারকা ইয়াইয়া তোরে। দুজনেই একটি করে গোল করেছেন। ইংলিশ প্রিমিয়ার লিগে ৩৬ ম্যাচে ৮০ পয়েন্ট সংগ্রহ করে শীর্ষে অবস্থান করছে লিভারপুল। সমান ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে চেলসি। এক ম্যাচ কম খেলে ৭৭ পয়েন্ট সংগ্রহ করে তৃতীয় স্থানে ম্যানসিটি। লিভারপুল ও চেলসির দুটি করে এবং ম্যানসিটির তিনটি ম্যাচ বাকি এখনো। যদি তিন দলই হাতে থাকা সবগুলো ম্যাচ জিতে, তবে লিভারপুল ও ম্যানসিটির পয়েন্ট হবে সমান ৮৬ করে। চেলসি দুই পয়েন্ট পিছনেই থাকবে। সেক্ষেত্রে গোল ব্যবধানে এগিয়ে থাকায় শিরোপা ঘরে তুলবে ম্যানসিটিই। গোল ব্যবধানে সবার চেয়ে এগিয়ে আছে পেল্লেগ্রিনির দল! ম্যানসিটির গোল ব্যবধান +৫৮ (৯৩-৩৫)। শীর্ষে থাকা লিভারপুলের গোল ব্যবধান +৫০ (৯৬-৪৬)। চেলসির গোল ব্যবধান +৪৩ (৬৯-২৬)। এসব ক্ষেত্রে ম্যানসিটির ভাগ্য ভালোই থাকে।