ভারাক্রান্ত পেপ গার্ডিওলার মন। কিন্তু বাস্তবে এই পৃথিবী মানুষের মনের মূল্য দেয় কতটুকু! বন্ধু টিটো ভিলানোভাকে হারানোর শোক ভোলার আগেই গার্ডিওলার সামনে হাজির উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালের 'পথের কাঁটা' রিয়াল মাদ্রিদ। আজ অ্যালাইঞ্জ এরিনাতে সেমিফাইনালের দ্বিতীয় লেগে মুখোমুখি হচ্ছে বায়ার্ন মিউনিখ-রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে ১-০ গোলের জয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে আছে রিয়াল মাদ্রিদ। আজ ড্র করলেও লিসবনের ফাইনাল নিশ্চিত হবে রিয়ালের। বায়ার্নকে লিসবনের পথ উন্মুক্ত করতে হলে আজ অন্তত ২-০ গোলে জিততে হবে।
ইতিহাস বলছে, বায়ার্ন মিউনিখকে তেমন দুশ্চিন্তা না করলেও চলবে। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে এর আগে পাঁচবারের সাক্ষাতে চারবারই রিয়াল বাধা অতিক্রম করেছিল বায়ার্ন মিউনিখ। অ্যালাইঞ্জ এরিনাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে এখনো অপরাজিতই ব্যভারিয়ানরা। ১০ বারের সাক্ষাতে ৯ বারই জয় নিয়ে মাঠ ছেড়েছে বায়ার্ন। ড্র করেছে একবার। কিন্তু ইতিহাসের গতি সব সময় একইদিকে থাকবে, তার নিশ্চয়তা কি! পেপ গার্ডিওলা সান্তিয়াগো বার্নাব্যুতে অপরাজিত ছিলেন। গত ম্যাচে হেরে ইতিহাসের রোখ তো তিনিই বদলে দিয়েছেন। আজ অ্যালাইঞ্জ এরিনাতে কি ঘটবে, তার উপর অনেক কিছুই নির্ভর করছে। চ্যাম্পিয়ন্স লিগে তৃতীয় শিরোপা জয়ের পথে কে এগিয়ে যাবেন? গার্ডিওলা নাকি কার্লো আনসেলত্তি?
কার্লো আনসেলত্তিরও স্বর্ণালি অতীত রয়েছে। জার্মান দলের বিপক্ষে ছয়টি ম্যাচ খেলেছেন তিনি এসি মিলানের কোচ হিসেবে। পরাজিত হননি কখনোই। এই রেকর্ড কি আজও ধরে রাখবেন তিনি! তা তিনি রাখতেই পারেন। ক্রিস্টিয়ানো রোনালদো, বেলে এবং বেনজেমা আছেন পুরো ফর্মে। জয়ের ধারা রেখেছেন লা লিগাতেও। সবমিলিয়ে দুর্দান্ত এক রিয়াল মাদ্রিদ বায়ার্নের সামনে দাঁড়িয়ে। বিষয়টা ভালোই জানেন পেপ গার্ডিওলা। তার উপর শনিবার ওয়ের্ডার ব্রেমেনের বিপক্ষে শিষ্যদের খেলা দেখে মোটেও সন্তুষ্ট নন তিনি। প্রথমার্ধে ২-১ গোলে পিছিয়ে পড়েছিল বায়ার্ন। শেষ পর্যন্ত ম্যাচটা জিতলেও খেলা দেখে হতাশ গার্ডিওলা। তবে তিনি সেই সঙ্গে নিজেদের উপর আস্থা রাখতে চান। 'আমার দলের উপর পূর্ণ আস্থা আছে। আশা করি আমরা সবাই মিলে এটা (জয়) অর্জন করতে পারব।'
বায়ার্ন মিউনিখ আজ রিয়াল মাদ্রিদকে টপকে স্পর্শ করতে পারে জুভেন্টাসের রেকর্ড। ১৯৯৬-৯৮ মৌসুমে টানা তিনবার চ্যাম্পিয়ন্স লিগে ফাইনাল খেলেছিল জুভরা। এর মধ্যে ১৯৯৬ সালে জয় করেছিল শিরোপা। গত দুইবার ফাইনাল খেলে বায়ার্ন মিউনিখ শিরোপা জিতেছে একবার। পেপ গার্ডিওলা কি বায়ার্নকে এই ইতিহাস গড়ার পথে পরিচালিত করতে পারবেন!