আইপিএলের প্রথম পর্বটা দারুণ গেল কিংস মালকিন প্রীতি জিন্তার। প্রথম পাঁচটা ম্যাচের মধ্যে পাঁচটাই জয়। প্রথমদিকে যেমন বেশ কয়েকটি ম্যাচ ব্যাটসম্যানরা জেতাচ্ছিলেন, তেমনি কেকেআরের বিরুদ্ধে গত ম্যাচ থেকেই পঞ্জাব দলের বোলাররাও যেন নিজের ফর্ম ফিরে পেয়েছেন। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে এদিন বিরাটদের ৭ বল বাকি থাকতেই অনায়াসে ৫ উইকেটে হারালেন ম্যাক্সওয়েলরা।
আগের দু’টি ম্যাচে হারের পর এই ম্যাচে ভাল ফল করার লক্ষ্যেই মাঠে নেমেছিলেন বিরাটরা। কিন্তু এদিনও চূড়ান্ত ব্যর্থ আরসিবির ব্যাটিং। এবারের আইপিএলে এদিনই প্রথম মাঠে নেমেছিলেন দলের মহাতারকা ব্যাটসম্যান ক্রিস গেইল। ম্যাক্সওয়েলের প্রথম ওভারেই নিলেন ২০ রান। কিন্তু তারপরের ওভারেই সবাইকে অবাক করে দিয়ে বোল্ড হয়ে যান গেইল।
মিচেল স্টার্কের লং লেগে দুটো অসাধারণ ক্যাচ নেওয়া বাদ দিলে, এদিন আরসিবির পক্ষে আর বলার মতো কোনও পারফরম্যান্স নেই। কেকেআর ম্যাচের মতো এদিনও ৩ উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন সন্দীপ শর্মা।