আর একটা গোল করতে পারলেই রেকর্ডের পাতায় উঠে আসবেন রিয়াল মাদ্রিদের তারকা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো। চলতি মৌসুমে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এক মৌসুমে ১৪টি গোল করে বসে রয়েছেন পর্তুগিজ মহাতারকা। আর একটি গোল করতে পারলেই লিওনেল মেসিকে ছাপিয়ে যাবেন তিনি।
এক মৌসুমে ১৪টি গোল করে রেকর্ড বইয়ে রয়েছেন মেসি ও আলতাফিনি ৷রোনালদোও তাদের সঙ্গে একই ব্র্যাকেটে রয়েছেন।
আজ মঙ্গলবার রাতে রোনালদোর রিয়াল মাদ্রিদের সামনে বায়ার্ন মিউনিখ। চ্যাম্পিয়ন্স লিগের দ্বিতীয় সাক্ষাৎ। জার্মানির ক্লাবটি প্রথম সাক্ষাতে হেরে বসে রয়েছে রিয়ালের কাছে। সে যাত্রায় মাত্র একটি গোল করেছিল রিয়াল। তারপরই কার্ল হেইঞ্জ রুমেনিগে ছেলেদের তাতিয়েছেন। মিউনিখে নরক অপেক্ষা করে রয়েছে রিয়ালের জন্য।
আজ ভারতীয় সময় গভীর রাতে সেই নরকে রিয়ালের সামনে বায়ার্ন।
একদিকে নরকে খেলা, অন্যদিকে রোনালদোর জন্য অপেক্ষা করছে রেকর্ড। আর একটা গোল করতে পারলেই রোনালদোর এক মৌসুমে ১৫টি গোল হয়ে যাবে। সেক্ষেত্রে তিনিই হবেন এক মৌসুমে সর্বোচ্চ গোলদাতা। বায়ার্ন-রিয়াল ম্যাচের ফলাফলের পাশাপাশি রোনালদোর দিকেও চোখ থাকবে গোটা ফুটবলবিশ্বের।