উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালের প্রথম লেগে গোল শূন্য ড্র করেছে অ্যাটলেটিকো মাদ্রিদ-চেলসি। ভিসেন্ট ক্যালডেরনের ম্যাচে অ্যাটলেটিকো মাদ্রিদকে রুখতে পারলেও আজ স্ট্যামফোর্ড ব্রিজে কি প্রতিপক্ষকে আটকে রাখতে পারবে মরিনহোর শিষ্যরা! স্ট্যামফোর্ড ব্রিজে ১-১ গোলে ড্র করলেও ফাইনালে পৌঁছে যাবে অ্যাটলেটিকো মাদ্রিদ। ২৪ মে'র ফাইনাল নিশ্চিত করার জন্য চেলসির যে কোনো ব্যবধানের জয় প্রয়োজন। গোল শূন্য ড্রতে ম্যাচ শেষ হলে ফলাফল নির্ধারিত হবে টাইব্রেকারে। স্ট্যামফোর্ড ব্রিজে অ্যাটলেটিকো মাদ্রিদ অতিথি হিসেবে একেবারেই নতুন নয়। ২০০৯-১০ মৌসুমে গ্রুপ পর্বের ম্যাচ খেলতে এসে চেলসির কাছে ৪-০ গোলে এখানে পরাজিত হয়েছিল অ্যাটলেটিকো মাদ্রিদ। সে অবশ্য ভিন্ন যুগের কথা। তখন অ্যাটলেটিকো মাদ্রিদ স্প্যানিশ লিগে তৃতীয় দলের খেতাব নিয়েই সন্তুষ্ট ছিল। দীর্ঘদিন পর স্প্যানিশ লিগের পরম্পরায় ভেদ রেখা টেনেছে তারা। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের আভিজাত্যকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে লা লিগার শিরোপা জয় থেকে মাত্র দুই হাত দূরে দাঁড়িয়ে আছে তারা! এমন একটা দলকে হোসে মরিনহোর মতো 'স্পেশাল ওয়ান' কোচও অবহেলার চোখে দেখতে পারেন না। ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ দল লিভারপুলকে রবিবার হারানোর পরও মরিনহোর চোখে সতর্কতা। '(লিভারপুলের বিপক্ষে) এই জয় আমাদেরকে বাড়তি প্রেরণা দেবে। কিন্তু আমরা লিভারপুলের বিপক্ষে অনেক ধরনের সমস্যার মুখোমুখি হয়েছি। অ্যাটলেটিকোর বিপক্ষে এগুলো দূর করতে হবে।' পিওতর চেক, অধিনায়ক জন টেরি, স্যামুয়েল ইতো ইনজুরি কাটিয়ে অনুশীলনে ফিরেছেন।