লুই ফিলিপ স্কলারির দল নাকি চূড়ান্ত হয়ে গেছে। ২৩ সদস্যের দলে বাকি আছে কেবল দুটি স্থান। দল চূড়ান্ত করতে স্কলারিকে সাহায্য করেছে গত বছরের ফিফা কনফেডারেশনস কাপ। নেইমাররা কেবল শিরোপাই জয় করেনি গত বছর সেই সঙ্গে স্কলারিকে বিশ্বকাপের জন্য চূড়ান্ত দল গঠন করার রাস্তাও দেখিয়েছিল। জিনহুয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে স্কলারি স্বীকার করেছেন, ব্রাজিল দলে আর মাত্র দুজন নতুন সদস্য নেওয়া হবে। 'আজ (মঙ্গলবার) ২১ জন সদস্য চূড়ান্ত হয়ে গেছে বিশ্বকাপ দলের। বাকি আছে কেবল আর দুজন। এখনো আমরা এ দুজনকে খুঁজে ফিরছি।' স্কলারি এভাবেই জানালেন নিজের দল গঠনের কথা। অবশ্য দুজন কি ডিফেন্ডার, স্ট্রাইকার নাকি মিডফিল্ডার তা জানাননি তিনি। ৭ মে বিশ্বকাপের জন্য ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা করবেন স্কলারি। ১২ জুন থেকে শুরু হতে যাচ্ছে বিশ্বকাপের ২০তম আসর। এ গ্রুপে ব্রাজিল মুখোমুখি হবে ক্রোয়েশিয়া (১২ জুন), মেক্সিকো (১৭ জুন) এবং ক্যামেরুনের (১৩ জুন)। বিশ্বকাপের চূড়ান্ত লড়াইয়ে নামার আগে স্কলারির শিষ্যরা পানামা (৩ জুন) ও সার্বিয়ার (৬ জুন) বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। এর বেশ কিছুদিন আগেই অনুশীলন ক্যাম্প করবেন স্কলারি।