টিকতেই পারল না বায়ার্ন মিউনিখ। ক্রিশ্চিয়ানো রোনালদো ও সের্জিও র্যামোসের ডাবল ধামাক্কায় ৪-০ ব্যবধানে হেরে বিদায় নিতে হল বায়ার্নকে। আর চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল নিশ্চিত করল রিয়েল মাদ্রিদ ৷
মঙ্গলবার মিউনিখে সেমিফাইনালের দ্বিতীয় লেগে বায়ার্ন মিউনিখকে ৪-০ হারিয়ে ফাইনালে পৌঁছে রিয়েল৷ ম্যাচের ২০ মিনিটে জোড়া গোল করে রিয়েলকে ফাইনালে পথে কয়েক কদম এগিয়ে দেন র্যামোসের৷ পরে জোড়া গোল করে তা নিশ্চিত করেন রোনালদো।
১৬ মিনিটে প্রথম গোল করেন র্যামোস ৷ এর চার মিনিট বাদেই দ্বিতীয় গোল তার৷ ৩৪ মিনিটে রিয়েলের হয়ে তৃতীয় গোলটি করেন রোনালদো।৷ ৯০ মিনিটে পর্তুগিজ তারকার আরেক গোলে ৪-০ জয় নিশ্চিত করে ফেলে রিয়েল ৷ এদিন সুস্থ হয়ে দলে ফিরলেন গ্যারেথ বেল।
প্রথমার্ধে ৩ গোলে এগিয়ে গিয়ে ফাইনালের টিকিট নিশ্চত করে ফেলে রিয়েল মাদ্রিদ৷ তবে, টানা দু’টি ম্যাচে দু’টি হলুদ কার্ড দেখায় ফাইনালে জার্ভি আলোন্সোকে পাবে না রিয়েল মাদ্রিদ ৷