টেনিসের বিশ্বকাপ বলে খ্যাত উইম্বলডনের প্রাইজমানি উল্লেখযোগ্য পরিমাণে বাড়ানো হয়েছে। এ বছর টুর্নামেন্টের প্রথম তিন রাউন্ডে বাদ পড়া খেলোয়াড়দের প্রাইজমানি ১০০ শতাংশের বেশি বৃদ্ধি পেয়েছে। আর টুর্নামেন্টের সামগ্রিক প্রাইজমানি বৃদ্ধি পেয়েছে ১০.৮ শতাংশ। বর্ধিত এ প্রাইজমানি আগামী তিন বছর পর্যন্ত অব্যাহত থাকবে।
বর্ধিত প্রাইজমানি অনুসারে, টুর্নামেন্টের প্রথম রাউন্ড খেলে বাদ পড়া খেলোয়াড়দের প্রাইজমানি বৃদ্ধি পেয়ে ২৭ হাজার পাউন্ডে পৌঁছেছে। ২০১১ সালে তা ছিল ১১ হাজার ৫শ' পাউন্ড। আর সামগ্রিক প্রাইজমানির পরিমাণ দাঁড়িয়েছে ২৫ মিলিয়ন পাউন্ডে।
এদিকে, টুর্নামেন্টের ছেলে ও মেয়েদের এককে চ্যাম্পিয়ন খেলোয়াড়দের প্রাইজমানিও বেড়েছে। এ বছর চ্যাম্পিয়ন প্রত্যেকে পাবেন ১.৭৬ মিলিয়ন পাউন্ড করে। যা গত বছরের চেয়ে ১০ শতাংশ বেশি। উল্লেখ্য, এ বছর উইম্বলডন চ্যাম্পিয়নশিপ জুন মাসে অনুষ্ঠিত হবে।