আয়োজক দেশ ব্রাজিলের পর প্রথম দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেছিল জাপান। এশিয়ান ফুটবলের পরাশক্তি এই দলকে নিয়ে অনেকেই অনেক স্বপ্ন দেখেন। জাপানিদের স্বপ্নটা কত বড়! ২০০২ ও ২০১০ বিশ্বকাপে জাপান দ্বিতীয় রাউন্ড খেলেছে। ব্রাজিলে এই স্বপ্নটা বেড়ে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত পৌঁছেছে। জাপানি মিডফিল্ডার শিনজি ওকাজাকি বলছেন, 'আমাদের লক্ষ্য কোয়ার্টার ফাইনাল খেলা। এই লক্ষ্য নিয়েই আমরা বিশ্বকাপে যাব।' সি-গ্রুপে জাপানের প্রতিপক্ষ গ্রিস, কলম্বিয়া ও আইভরি কোস্ট। ফুটবলে এই দলগুলো খুব বড় শক্তি না হলেও পরস্পরের সঙ্গে লড়াই করার জন্য মোটামুটি সমান শক্তির অধিকারী। সে হিসেবে জাপানের জন্য এবারের বিশ্বকাপ মোটেও সহজ হবে না। অন্য দলগুলোর জন্যও কথাগুলো সত্যি। জাপানকে নিজেদের লক্ষ্য পূরণ করতে পারবে ব্রাজিলে!