পর্তুগাল ওপেনের সেমিফাইনালে পৌঁছে গিয়ে চ্যাম্পিয়ান হওয়ার স্বপ্ন দেখতেই পারে সানিয়া-কারা জুটি। ইন্দো-জিম্বাবোয়ান জুটি এদিন ৬-৩, ৬-৪ এ হারিয়ে দিল স্প্যানিশ-চাইনিজ জুটি সিলভিয়া সোলের-শুয়েই ঝ্যাংকে।
একঘণ্টা ন’মিনিটের লড়াইয়ে প্রতিপক্ষকে দাঁড়াতেই দেননি সানিয়ারা। সানিয়ার জয়ের দিনেই মেনস সিঙ্গলস থেকে বিদায় নিলেন সোমদেব দেববর্মন।