বেনফিকা ইতালীয়ান জায়ান্ট জুভেন্টাসকে হারিয়ে উয়েফা ইউরোপা লিগের ফাইনালে উঠেছে। গত বৃহস্পতিবার সেমিফাইনালের দ্বিতীয় লেগে ১০জন নিয়েও বেনফিকা গোলশূন্য ড্র করে জুভেন্টাসের সঙ্গে। কিন্তু প্রথম লেগে ২-১ গোলে এগিয়ে থাকায় ফাইনাল নিশ্চিত হয় পর্তুগিজ ক্লাব বেনফিকার।
ঘরের মাঠে শুরু থেকেই প্রভাব বিস্তার করে খেলতে থাকে জুভেন্টাস। কিন্তু বেনফিকার রক্ষণ দূর্গ কিছুতেই অতিক্রম করতে পারেনি তারা। পারেনি বেনফিকার গোলরক্ষককে বোকা বানাতে।
ম্যাচের ৬৭ মিনিটে বেনফিকার এনজো পেরেজ দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন। কিন্তু বাদবাকি সময়ে বেনফিকার ১০ জনের দল হওয়ার দুর্বলতার সুযোগ কাজে লাগিয়ে কোনো গোল দিতে পারেনি তুরিনের ওল্ড লেডিরা।
শেষ পর্যন্ত গোলশূন্যভাবেই শেষ হয় ম্যাচ। কিন্তু প্রথম লেগে এগিয়ে থাকার সুবাদে ফাইনালের টিকিট পায় বেনিফকা।