ফুটবল ক্লাব চেলসির সহকারী কোচ রুই ফারিয়াকে ৬ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে ইংল্যান্ড ফুটবল এসোসিয়েশন। গত ১৯ এপ্রিল সান্ডারল্যান্ডের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রিমিয়ার লিগের এক খেলায় রেফারির সঙ্গে বাকবিতণ্ডার কারণে ফারিয়া এ নিষেধাজ্ঞার কবলে পড়লেন। ফারিয়াকে ৩০ হাজার পাউন্ডের আর্থিক জরিমানাও করা হয়েছে।
১৯ এপ্রিল অনুষ্ঠিত ওই ম্যাচে রেফারি মাইক ডিন চেলসির বিরুদ্ধে একটি পেনাল্টি দেন। পেনাল্টিতে গোল করে ২-১ এ ম্যাচ জিতে যায় সান্ডারল্যান্ড। পেনাল্টি দেওয়ার ঘোষণাকে কেন্দ্র করে রেফারির সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েছিলেন ফারিয়া। তাই আচরণবিধি ভঙ্গের কারণে তাকে ৬ ম্যাচের এ নিষেধাজ্ঞা দেওয়া হলো।