আবারও জয়ের ধারায় ফিরল শেখ জামাল ধানমন্ডি ক্লাব। আগের ম্যাচে অপেক্ষাকৃত দুর্বল ফেনী সকারের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিল শিরোপা প্রত্যাশী দলটি। সেই ধাক্কা সামলাতে কাল বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল অপেক্ষাকৃত শক্তিশালী মুক্তিযোদ্ধা সংসদের। আগের ম্যাচের পয়েন্ট হারানোর ধাক্কা সামলে দ্বিতীয়ার্ধের দুই গোলে নিটল টাটা বাংলাদেশ লিগে নিজেদের নবম জয় তুলে নিয়েছে শেখ জামাল। এই জয়ে পয়েন্ট তালিকার শীর্ষস্থানটি ধরে রাখল দলটি। এই জয়ে জামালের পয়েন্ট ১৩ ম্যাচে ৩১। ১৮ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে রয়েছে মুক্তিযোদ্ধা। কাল আবাহনী-মোহামেডান ম্যাচ।
মাঠ নিয়ে এমনিতেই বেকায়দা অবস্থায় শেখ জামাল। আগের ম্যাচে পয়েন্ট হারানোয় মনে হয়েছিল সেই অাঁচ লেগেছে ফুটবলারদের ওপর। কিন্তু কাল খেলা দেখে মনে হয়েছে মাঠের বাইরের সমস্যা খেলার ওপর কোনো ছাপ পড়েনি। আগের ম্যাচে পয়েন্ট হারানোর ধাক্কা সামলাতে কাল শুরু থেকেই মুক্তিযোদ্ধার ওপর চড়াও হয়ে খেলতে থাকে জামাল। যদিও কোনো গোল পায়নি। গোল না পেলেও প্রথমার্ধের পুরো নিয়ন্ত্রণ ছিল দলটির হাতে। অলআউট ফুটবল খেলার মাঝেই ২৯ মিনিটে একটি সাঁড়াশি আক্রমণ চালায় ধানমন্ডি পাড়ার দলটি। ডি বক্সে বাইরে থেকে জামালের হাইতিয়ান স্ট্রাইকার সনি নর্দের দুর্দান্ত ফ্রি কিক গোল লাইন থেকে রক্ষা করেন এলিটা কিংসলে। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ডার্লিংটনের শট মুক্তির গোলরক্ষক ঝাঁপিয়ে পড়ে রক্ষা করেন সেটা। গোল শূন্যভাবেই শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধে নতুনভাবে খেলতে নামে দুই দল। এরমধ্যে শিরোপা প্রত্যাশী শেখ জামাল মরিয়া হয়ে উঠে গোলের জন্য। দ্বিতীয়ার্ধের খেলা শুরুর অল্প সময়ে এগিয়ে যায় জামাল। ৫১ মিনিটে ওয়েডসন চমৎকার এক হেডে গোল করেন ওয়েডসন। বাঁ প্রান্ত থেকে রানা ক্রস করেন। শূন্যে ভেসে আসা বলে হেড করে দলকে এগিয়ে নেন ওয়েডসন (১-০)। ১৬ মিনিট পর সমতা ফেরাতে পারত মুক্তিযোদ্ধা। ৬৭ মিনিটে মুক্তির মিসরিয়ান ডিফেন্ডার এনজিলান আচমকা শট নেন। শটটি জামালের গোলরক্ষকে পরাস্ত করলেও সাইডবার ঘেঁষে বাইরে চলে যায়। ফলে সমতা ফেরানো হয়নি ম্যাচে। পুরো ম্যাচে উল্লেখ করার মতো ওই একটিই আক্রমণ ছিল মুক্তির। ৭৭ মিনিটে জয় নিশ্চিত করে নেয় জামাল। ডানপ্রান্ত থেকে ওয়েডসন ক্রস করেন। ক্রসটি মুক্তির রক্ষণভাগকে ফাঁকি দিয়ে বেরিয়ে যাওয়ার মুখে শূন্যে লাফিয়ে ডার্লিংটন হেড করে মুক্তিযোদ্ধার কফিনে পেরেক ঠুকে দেন (২-০)। নিটল টাটা বাংলাদেশ লিগের প্রথম পর্বে জামাল ১-০ গোলে হারিয়েছিল মুক্তিযোদ্ধাকে।