মাদ্রিদবাসীর আনন্দের সীমা নেই। উচ্ছ্বাসে মেতে 'রঙিন' দিন যাপনের জন্য তাদের ২৪ মে পর্যন্তও অপেক্ষার প্রয়োজন নেই। যাই ঘটুক, শিরোপা তো আসবে মাদ্রিদেই। 'চ্যাম্পিয়ন' লেখা 'ওপেন টপ' গাড়িতে চড়ে আসা বিজয়ী বীরদের মাদ্রিদবাসী সংবর্ধনা জানাবেই। এই বীর হতে পারেন রোনালদো-বেলে-বেনজেমারা কিংবা কস্তা-গার্সিয়া-ভিয়ারা। 'ক্ল্যাভেল' ফুলের ঢালি সাজিয়ে এখন থেকেই প্রস্তুতি শুরু করেছে মাদ্রিদবাসী। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে প্রথমবারের মতো কোনো 'ডার্বি' হতে যাচ্ছে। ভাগ্যবান মাদ্রিদ। প্রথমবারের এই ডার্বিটা যে 'মাদ্রিদ ডার্বি'!
বায়ার্ন মিউনিখ এবং পেপ গার্ডিওলার অহংবোধে ছাই ঢেলে দুই লেগে ৫-০ গোলের দুর্দান্ত জয় নিয়ে আগেই ফাইনাল নিশ্চিত করেছিল রিয়াল মাদ্রিদ। এরপর মাদ্রিদবাসীর প্রার্থনা ছিল, ফাইনালে এবার 'মাদ্রিদ ডার্বি'ই হোক। চেলসির সঙ্গে প্রথম লেগে গোলশূন্য ড্র করা অ্যাটলেটিকো মাদ্রিদভক্তদের প্রার্থনাকে বাস্তবেই রূপ দিল। স্ট্যামফোর্ড ব্রিজে দিয়েগো সাইমনের শিষ্যরা মরিনহোর শিষ্যদের ৩-১ গোলে হারিয়ে চার দশক পর নিশ্চিত করল ইউরোপিয়ান অভিজাত ক্লাব প্রতিযোগিতার ফাইনাল।
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে প্রথমবারের মতো 'অল স্প্যানিশ' ফাইনাল হয়েছিল ১৯৯৯-০০ মৌসুমে (রিয়াল মাদ্রিদ-ভ্যালেন্সিয়া)। স্প্যানিশদের দেখানো পথ ধরে এরপর 'অল ইতালিয়ান' ফাইনাল খেলে এসি মিলান-জুভেন্টাস (২০০২-০৩)। ২০০৭-০৮ মৌসুমে 'অল ইংলিশ' ফাইনাল খেলে ম্যানচেস্টার ইউনাইটেড-চেলসি। গত মৌসুমে 'অল জার্মান' ফাইনাল খেলেছিল বায়ার্ন মিউনিখ-বুরুসিয়া ডর্টমুন্ড। চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে দ্বিতীয়বারের মতো 'অল স্প্যানিশ' ফাইনাল অনুষ্ঠিত হচ্ছে। লিসবনের ফাইনালে রিয়াল মাদ্রিদ এবং অ্যাটলেটিকো মাদ্রিদ অবশ্য নতুন দিগন্তের উন্মোচন করছে। এর আগে ফাইনালে কখনোই 'ডার্বি' অনুষ্ঠিত হয়নি।
গত বুধবার স্ট্যামফোর্ড ব্রিজে অ্যাটলেটিকো মাদ্রিদের মুখোমুখি হয়েছিল চেলসি দিন কয়েক আগে 'এনফিল্ড' জয়ের সুখানুভূতি নিয়ে। কিন্তু দিয়েগো সাইমনের সামনে মরিনহোর সব কৌশলই ব্যর্থ হয়ে গেল। এক সময়কার অ্যাটলেটিকো মাদ্রিদের অধিনায়ক ফার্নান্দো তোরেসের গোলে এগিয়ে গেলেও চেলসির বিপক্ষে অ্যাটলেটিকো মাদ্রিদ ৩-১ ব্যবধানের জয় পায় আদ্রিয়ান, দিয়েগো কস্তা এবং আরডা তুরানের গোলে। এই জয়, দিয়েগো সাইমনকে সর্বকালের সেরা কোচদের তালিকায় স্থান এনে দিয়েছে। এমন একটা দল নিয়ে তিনি লা লিগায় শ্রেষ্ঠত্বের আসনসহ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে পৌঁছেছেন, যেখানে ভিয়া ছাড়া কোনো তারকা নেই। সেই ভিয়াও মৌসুমের বেশির ভাগ সময়ই ছিলেন ইনজুরিতে! দিয়েগো সাইমন ফাইনালে রিয়াল মাদ্রিদকে প্রতিপক্ষ হিসেবে পেয়ে খুব একটা সুখী নন। যদিও সাম্প্রতিক অতীত এগিয়ে রাখছে অ্যাটলেটিকো মাদ্রিদকেই। তবে সাইমন বলছেন, 'বাস্তবতাটা হচ্ছে, আমরা একে-অপরকে ভালোভাবেই জানি। দীর্ঘদিন ধরেই আমরা খেলছি। যারা শক্তিশালী ফুটবল খেলবে, ইউরোপিয়ান রাতটা তাদেরই হবে।' অ্যাটলেটিকো মাদ্রিদকে প্রতিপক্ষ পেয়ে রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনসেলত্তিও নিশ্চয়ই খুব সুখে নেই। 'সিটি রাইভাল'ই যে রিয়ালের 'লা ডেসিমা' (চ্যাম্পিয়ন্স লিগে দশম শিরোপা) জয়ের পথে প্রধান বাধা হয়ে দাঁড়াল!